আদব ও শিষ্টাচার সচ্চরিত্রতার অর্থ

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,135
Comments
1,327
Solutions
1
Reactions
12,595
• ইবনে মানসূর (রহ:) উল্লেখ করেছেন, "সচ্চরিত্রতা হল এই যে, তুমি রাগান্বিত হবে না এবং গরম হবে না। লোকেদের দুর্ব্যবহারে সহনশীলতা অবলম্বন করবে।"

• হাফেয ইবনে হাজার (রহ:) উল্লেখ করেছেন, "সচ্চরিত্রতা হল সমূহ সৎকর্ম সম্পাদন করা এবং সমূহ অপকর্ম থেকে বিরত থাকা।"

• হাসান বাসরী (রহ:) বলেছেন, "সচ্চরিত্রতার প্রকৃতত্ব হল মানুষের উপকার করা, কষ্টদানে বিরত থাকা এবং চেহারাকে হাস্যময় রাখা।"

• অসচ্চরিত্রতার ব্যাপারে আহনাফ বিন কায়স বলেছেন, 'সবচেয়ে বড় রোগ হল নিকৃষ্ট চরিত্র এবং অশ্লীল ভাষা।'

• কিছু বিদ্বান বলেছেন, "চরিত্রবান হল সে, যে সব দিক দিয়ে আরামে আছে এবং লোকেরাও তার ব্যাপারে নিরাপদ আছে।"

• শা'বী (রহ:) বলেছেন, "সচ্চরিত্রতা হল পরোপকার, দানশীলতা ও হাস্যমুখ থাকার নাম।"

• মুক্বাতিল (রহ:) বলেছেন, "সচ্চরিত্রতা হল উদারতা ও ক্ষমাশীলতার নামান্তর।"

• সাফারীনী (রহ:) বলেছেন, "সচ্চরিত্রতা হল মুসলিমদের অধিকার আদায় করার নাম।"

• সর্বোচ্চ পর্যায়ের সচ্চরিত্রতার ব্যাপারে ইমাম হাসান বাসরী (রহ:) বলেছেন, তা হল "শক্তিশালিতার সাথে নমতা, দ্বীনের ব্যাপারে কর্তব্যনিষ্ঠা, ঈমানের ব্যাপারে দৃঢ় প্রত্যয়, ইল্মের ব্যাপারে অনুরাগ, খরচের ব্যাপারে মধ্যমপন্থা, অভাবমুক্ত থাকার সময় খরচ করা, অভাবের সময় অল্পে তুষ্ট থাকা, বিপদগ্রস্তের প্রতি দয়ার্দ্র হওয়া, দানশীল হয়ে দান করা এবং অবিরত পুণ্যবান থাকা।"

[সচ্চরিত্রতা ও চারিত্রিক গুণাবলী, শাইখ আব্দুল হামীদ ফাইজী আল মাদানী]
 
Back
Top