‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

সকাল-সন্ধ্যার জিকির ও ফযীলত

এই অধ্যায়ের অনুচ্ছেদ লিস্ট:
  1. সকাল-সন্ধ্যার জিকিরের ফযীলত
  2. সূর্য উদিত হওয়ার সময় দুআ
  3. সকালের জিকির সমূহ
  4. বিকালের জিকিরসমূহ
  5. সকাল-সন্ধ্যার জিকিরসমূহ
  6. অস্তগামী চাঁদের অনিষ্ট থেকে বাঁচার দুআ
  7. তাসবীহ
  8. সাইয়্যেদুল ইস্তিগফার (ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দুআ)
  9. আয়াতুল কুরসী
  10. সূরা ইখলাস, ফালাক ও নাস
  11. একশতবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী
  12. বিদ্বেষ-মুক্ত থাকার জন্য দুআ
  13. সকাল-সন্ধ্যার দুআ
  14. নাফস ও শয়তানের অনিষ্ট থেকে পানাহ চাওয়া
  15. ক্ষমা, সুস্থতা এবং সর্বদিকের বিপদাপদ থেকে আশ্রয় চাওয়া
  16. বিশেষ তাহলীল
  17. সাপ-বিচ্ছু থেকে আত্মরক্ষার দুআ
  18. সন্ধ্যায় উপনীত হলে করণীয়
  19. উপকারী জ্ঞান, পবিত্র রিযিক এবং কবুলযোগ্য আমলের দুআ
  20. দুনিয়াতে ও আখিরাতে নিরাপত্তা চাওয়া
  21. দয়াময় আল্লাহ্‌র কাছে অতি প্রিয় দুটি কালেমা

সকাল-সন্ধ্যার জিকিরের ফযীলত

আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি হাদীসটিকে রাসূল (ﷺ) থেকে মারফূ‘ হিসেবে বর্ণনা করেছেন, “কোনো গোষ্ঠী যারা জিকির করছে, তাদের সাথে ফজরের সালাতের পরে সূর্য উঠা পর্যন্ত সময় বসা আমার কাছে ইসমাঈলের বংশধরদের চার জন দাস মুক্তির থেকেও বেশি প্রিয়। অনুরূপভাবে কোনো গোষ্ঠী যারা জিকির করছে, তাদের সাথে আসরের সালাতের পরে সূর্য ডুবা পর্যন্ত সময় বসা আমার কাছে চার জন দাস মুক্তির থেকেও বেশি প্রিয়।”

রেফারেন্স: হাসান। আবু দাউদঃ ৩৬৬৭



 
Last edited:

Share this page