সালাসাতুল উসূল’ বা ‘তিনটি মূলনীতি’ কিতাবটি অষ্টাদশ শতকের অন্যতম শ্রেষ্ঠ মুজাদ্দিদ শাইখুল ইসলাম মুহাম্মাদ বিন আবদুল ওয়াহ্হাব রাঃ- এর অনবদ্য একটি রচনা। মূল বইটি সংক্ষিপ্ত হলেও এর প্রতিটি কথার ব্যাখ্যা-বিশ্লেষণ অত্যন্ত ব্যাপক। অনেক আলিমে দ্বীন এর ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন। তন্মধ্যে সুউদী আরবের প্রখ্যাত আলিম এবং জগদ্বিখ্যাত ফাকীহ শায়খ মুহাম্মাদ বিন সালিহ আল উসাইমীন রাঃ- এর ব্যাখ্যা গ্রন্থটি সর্বাধিক সমাদৃত। যে কোন মুসলিমের জন্য এটি অত্যাবশ্যক পাঠ্য।
আলহামদুলিল্লাহ অনন্যসাধারন একটি কিতাব।পুরোটা এখনো পড়া হয়নি।যতটুকু পড়েছি তাতে খুব উপকারী মনে হয়েছে।আমাদের দেশের অধিকাংশ মানুষ এই কিতাবসমূহের গুরুত্ব বুঝে না,তারা পড়তে চায় না।তার উপরে আছে বিভিন্ন পথভ্রষ্ট ফিরকার মিথ্যাচার।এজন্যই মানুষ হক্ব বুঝতে পারে না।