শরী‘আতের বিধান হল- অভিভাবকের মৃত্যুর পরেই উত্তরাধিকারীর মাঝে সম্পদ বণ্টন করা। আবূ উমামা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন,
سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ فِيْ خُطْبَتِهِ عَامَ حَجَّةِ الْوَدَاعِ إِنِ اللهَ قَدْ أَعْطَى كُلَّ ذِيْ حَقٍّ حَقَّهُ فَلَا وَصِيَّةَ لِوَارِثٍ
‘আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বিদায় হজ্জের দিন বলতে শুনেছি, নিশ্চয় আল্লাহ প্রত্যেক হক্দারের হক্ব প্রদান করেছেন। অতএব ওয়ারিছদের জন্য কোন ওয়াছিয়ত করা যাবে না’ (আবূ দাঊদ, হা/২৮৭০; ইবনু মাজাহ, হা/২৭১৩; মিশকাত, হা/৩০৭৩, সনদ সহীহ)।
তবে হাদিয়া স্বরূপ কিছু দেয়াতে কোন সমস্যা নেই। এক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে, যাতে করে অন্য উত্তরাধিকারকে বঞ্চিত করার অসৎ উদ্দেশ্য না থাকে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ১৬তম খণ্ড, পৃ. ১৭৩-১৭৪, ফৎওয়া নং-৬৭৪০)।
সূত্র: আল-ইখলাছ।