- Joined
- Feb 23, 2023
- Threads
- 347
- Comments
- 399
- Reactions
- 1,918
- Thread Author
- #1
নখ লম্বা রাখা যাবে না। এটি নবীগণের সুন্নাতের বিরোধী। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, মানুষের স্বভাবগত আমল হ’ল ৫টি (১) নাভির নীচের লোম ছাফ করা (২) খাৎনা করা (৩) গোফ ছেঁটে ফেলা (৪) বগলের লোম ছাফ করা (৫) নখ কাটা (বুখারী হা/১২৫৭)। অনেকে বগলের লোম হাত দিয়ে উঠিয়ে ফেলার কষ্ট স্বীকার করেন। অথচ ব্লেড দিয়ে চেঁছে ফেললেও উঠিয়ে ফেলার উদ্দেশ্য হাছিল হয়। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা সহজ করো, কঠিন করো না’ (বুঃ মুঃ মিশকাত হা/৩৭২২)।
আত তাহরীক
আত তাহরীক