প্রশ্নোত্তর লাইলাতুল কদর কি ভিন্ন এলাকার জন্য ভিন্ন ভিন্ন হতে পারে?

Joined
Feb 23, 2023
Threads
367
Comments
419
Reactions
2,143
অধিকাংশ আলেম বলেন, লাইলাতুল কদর একটিই, যদিও তা বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে প্রবেশ করে। যেমন আরবদেশে তাদের সূর্য ঢুবার পরে প্রবেশ করলেও আফ্রিকার দেশগুলোতে তাদের দেশের সূ্র্য ডুবার পরে প্রবেশ করে। সুতরাং যখনই কোনো এলাকায় সূর্য ডুববে তখনই তাদের সেখানে লাইলাতুল কদর হবে। আর সেখানকার সুবহে সাদিক পর্যন্ত অবশিষ্ট থাকবে। যদিও তাতে ২০ ঘন্টার বেশি সময় লাগে। যেখানে রাত ডুকবে সেখানকার পূর্ণ রাত লাইলাতুল কদর হিসেবে ধরা হবে। আর ফিরিশতা প্রতি এলাকার জন্য আলাদা নাযিল হওয়ার বিষয়টি অসম্ভব কিছু নয়।
অপরদিকে শাইখ মুহাম্মদ নাসেরুদ্দীন আল-আলবানীর একটি মত দেখা যায় যে, লাইলাতুল কদর অঞ্চল ভিত্তিক ভিন্ন দিন তারিখেও হতে পারে।
প্রথম মতটি আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হচ্চে।
আল্লাহ আমাদেরকে লাইলাতুল কাদর পাবার তৌফিক দিন। আমীন।

Abubakar Muhammad Zakaria
 
Back
Top