Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,141
- Comments
- 1,333
- Solutions
- 1
- Reactions
- 12,660
- Thread Author
- #1
ইমাম ইবনু রজব হাম্বলী (রহ:) বলেন,
‘মানুষ কখনো কখনো লোকদের সামনে নিজেকে তুচ্ছ করে উপস্থাপন করে। এর মাধ্যমে সে নিজেকে বিনয়ী দেখাতে চায়, তাদের কাছে মহৎ সাজতে চায় আর লোকজনও তার প্রশংসা করে। মূলত এটা রিয়ার একটি সূক্ষ্ম দরজা’।
[ইবনু রজব হাম্বলী, শারহু হাদীছি ‘মা যি’বানে জাই‘আন (কায়রো : আল-ফারূক্ব আল-হাদীছাহ, ২য় মুদ্রণ, ১৪২৪হি./২০০৩খৃ), পৃ. ৮৮]
‘মানুষ কখনো কখনো লোকদের সামনে নিজেকে তুচ্ছ করে উপস্থাপন করে। এর মাধ্যমে সে নিজেকে বিনয়ী দেখাতে চায়, তাদের কাছে মহৎ সাজতে চায় আর লোকজনও তার প্রশংসা করে। মূলত এটা রিয়ার একটি সূক্ষ্ম দরজা’।
[ইবনু রজব হাম্বলী, শারহু হাদীছি ‘মা যি’বানে জাই‘আন (কায়রো : আল-ফারূক্ব আল-হাদীছাহ, ২য় মুদ্রণ, ১৪২৪হি./২০০৩খৃ), পৃ. ৮৮]