Knowledge Sharer
ilm Seeker
Uploader
Salafi User
- Joined
- Jan 12, 2023
- Threads
- 864
- Comments
- 1,113
- Solutions
- 20
- Reactions
- 13,043
- Thread Author
- #1
তার প্রতি আমার অনুরোধ, সে যেন তার স্ত্রীর ব্যাপারে আল্লাহকে ভয়করে এবং তারই শুকরিয়া আদায় করে। কারণ, আল্লাহ তাকে এমন একজনসতী নারী স্ত্রী হিসেবে দান করেছেন, যে নিজের সতীত্বকে রক্ষার জন্য মহানআল্লাহর নির্দেশ বাস্তবায়ন করতে চায়। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকেনির্দেশ দিয়েছেন, তারা যেন নিজেদেরকে এবং পরিবারকে জাহান্নামের আগুনথেকে রক্ষা করে। তিনি বলেন,
'হে ঈমানদারগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারপরিজনকে রক্ষা করো আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ এবংপাথর, যাতে নিয়োজিত আছে নির্মম, কঠোরস্বভাব ফেরেশতাগণ,যারা অমান্য করে না তা, যা আল্লাহ তাদেরকে আদেশ করেন।আর তারাযা করতে আদেশপ্রাপ্ত হয়, তা-ই করে' (আত-তাহরীম,৬৬/৬)।
রাসূল (ﷺ) পরিবারের বিষয়ে পুরুষদের দায়িত্ব সম্পর্কে বলেন, 'পুরুষ ব্যক্তিতার পরিবারের দায়িত্বশীল এবং সে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে'।মহান আল্লাহ এবং তাঁর রাসূল-এর এ সমস্ত নির্দেশের পর ঐ ব্যক্তিকীভাবে তার স্ত্রীকে শারঈ পোশাক বাদ দিয়ে হারাম পোশাক পরতে বাধ্য করে?অথচ এ পোশাক তার স্ত্রী এবং অন্যদের জন্যও ফেতনার কারণ হবে।
অতএব,সে যেন তার নিজের এবং স্ত্রীর ব্যাপারে আল্লাহকে ভয় করে এবং সার্বক্ষণিকতার শুকরিয়া আদায় করে এ মর্মে যে, তিনি একজন সতী নারীকে তার স্ত্রীহিসেবে নির্ধারণ করেছেন। আর তার স্ত্রীর ব্যাপারে আমরা বলব, আল্লাহর অবাধ্যতায় স্বামীর আনুগত্যচলবে না। কারণ স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য করা হারাম।
'হে ঈমানদারগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারপরিজনকে রক্ষা করো আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ এবংপাথর, যাতে নিয়োজিত আছে নির্মম, কঠোরস্বভাব ফেরেশতাগণ,যারা অমান্য করে না তা, যা আল্লাহ তাদেরকে আদেশ করেন।আর তারাযা করতে আদেশপ্রাপ্ত হয়, তা-ই করে' (আত-তাহরীম,৬৬/৬)।
রাসূল (ﷺ) পরিবারের বিষয়ে পুরুষদের দায়িত্ব সম্পর্কে বলেন, 'পুরুষ ব্যক্তিতার পরিবারের দায়িত্বশীল এবং সে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে'।মহান আল্লাহ এবং তাঁর রাসূল-এর এ সমস্ত নির্দেশের পর ঐ ব্যক্তিকীভাবে তার স্ত্রীকে শারঈ পোশাক বাদ দিয়ে হারাম পোশাক পরতে বাধ্য করে?অথচ এ পোশাক তার স্ত্রী এবং অন্যদের জন্যও ফেতনার কারণ হবে।
অতএব,সে যেন তার নিজের এবং স্ত্রীর ব্যাপারে আল্লাহকে ভয় করে এবং সার্বক্ষণিকতার শুকরিয়া আদায় করে এ মর্মে যে, তিনি একজন সতী নারীকে তার স্ত্রীহিসেবে নির্ধারণ করেছেন। আর তার স্ত্রীর ব্যাপারে আমরা বলব, আল্লাহর অবাধ্যতায় স্বামীর আনুগত্যচলবে না। কারণ স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য করা হারাম।
মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
প্রশ্ন: ফক্বীহগণ শরীআতের বিভিন্ন মাসআলায় মতভেদ করেছেন। তন্মধ্যে নারীদের পর্দাসংক্রান্ত মাসআলাটি অন্যতম। বাহ্যিক দৃষ্টিতে পর্দাসংক্রান্ত বিভিন্ন বর্ণনার পারস্পরিক বৈপরীত্যের দরুন এ মতভেদের সৃষ্টি। আসলে শারঈ পর্দা বলতে কী বুঝায়?
উত্তর: শারঈ পর্দা হচ্ছে, শরীরের যেসব অঙ্গ পরপুরুষের সামনে প্রকাশ করা হারাম, সেসব অঙ্গ ভালোভাবে ঢেকে রাখা। মুখমণ্ডল ঢাকা তার মধ্যে অন্যতম। কারণ, মুখমণ্ডল ফেতনা এবং জৈবিক আকাঙ্ক্ষা সৃষ্টির কেন্দ্র। অতএব, গায়রে মাহরাম পুরুষদের সামনে মুখ ঢেকে রাখা নারীদের উপর ওয়াজিব। যারা শারঈ পর্দা বলতে মাথা, ঘাড়, গলা, পা, পায়ের নলা ও বাহু ঢেকে রাখা মনে করেন এবং মুখমণ্ডল ও হাতের...
উত্তর: শারঈ পর্দা হচ্ছে, শরীরের যেসব অঙ্গ পরপুরুষের সামনে প্রকাশ করা হারাম, সেসব অঙ্গ ভালোভাবে ঢেকে রাখা। মুখমণ্ডল ঢাকা তার মধ্যে অন্যতম। কারণ, মুখমণ্ডল ফেতনা এবং জৈবিক আকাঙ্ক্ষা সৃষ্টির কেন্দ্র। অতএব, গায়রে মাহরাম পুরুষদের সামনে মুখ ঢেকে রাখা নারীদের উপর ওয়াজিব। যারা শারঈ পর্দা বলতে মাথা, ঘাড়, গলা, পা, পায়ের নলা ও বাহু ঢেকে রাখা মনে করেন এবং মুখমণ্ডল ও হাতের...
- Abu Abdullah
- Replies: 0
- Forum: মহিলা অঙ্গন