এই অধ্যায়ের অনুচ্ছেদ লিস্ট:
- বণী ইসমাঈল (আঃ) এর চারজনকে দাসমুক্তি করার সওয়াব
- সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ মুছে ফেলা
- এমন যিকির যা জবানে সহজ আর মীযানের পাল্লায় ভারী
- আল্লাহ্র নিকট সর্বাধিক প্রিয় বাক্য
- এক হাজার সওয়াব লেখা অথবা এক হাজার পাপ মুছে ফেলা
- জান্নাতে একটি ঘর নির্মাণ
- জান্নাতের একটি খেজুর গাছ রোপন
- জান্নাতের এক রত্নভাণ্ডার
- রবের প্রশংসাসহ তাসবীহ বর্ণনা
- ইসলাম গ্রহণ করার পর পঠিত দোয়া
- সর্বশ্রেষ্ঠ দোয়া এবং সর্বোত্তম যিক্র
- চিরস্থায়ী নেক আমল
- কীভাবে নবী (ﷺ) তাসবীহ পাঠ করতেন?
বণী ইসমাঈল (আঃ) এর চারজনকে দাসমুক্তি করার সওয়াব
১০ বার বলবে -لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর
একমাত্র আল্লাহ্ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।
যে ব্যক্তি উপরোক্ত বাক্যটি ১০ বার বলবে, এটা তার জন্য এমন হবে যেন সে ইসমাঈল (আঃ)-এর সন্তানদের চারজনকে দাসত্ব থেকে মুক্ত করল।”
রেফারেন্স: বুখারীঃ ৬৪০৩, মুসলিমঃ ২৬৯৩
Last edited: