- Joined
- Jan 13, 2023
- Threads
- 27
- Comments
- 40
- Reactions
- 458
- Thread Author
- #1
যাকাতুল ফিতর পাওয়ার হকদার হলো অভাবী ব্যক্তি তথা ফকীর ও মিসকীন। কেননা ‘আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমার হাদীসে বলা হয়েছে, طُعْمَةً لِلْمَسَاكِينِ তথা “মিসকীনদের খাদ্যের জন্য”। আর নাফে‘ থেকে বর্ণিত হয়েছে যে,
«وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يُعْطِيهَا الَّذِينَ يَقْبَلُونَهَا».
“আর ইবনু ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা তাদেরকে যাকাতুল ফিতর প্রদান করতেন, যারা তা গ্রহণ করতো।” - [সহীহ বুখারী, হা/১৫১১]- লেখক: ড. মোহাম্মদ মানজুরে ইলাহী