উত্তরঃ মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানী দেয়া জায়েজ (ইসলাম ওয়েব.কম, ফতোয়া নং ৮৩৮০০)।
মৃত ব্যক্তির জন্য পৃথকভাবে কুরবানী দেওয়ার কোন ছহীহ দলীল নেই। যদি কেউ সেটা করেন, তবে বিখ্যাত তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক (রহঃ) বলেন, তাকে সবটুকুই ছাদাক্বা করে দিতে হবে (মির‘আত ৫/৯৩ পৃ.)। [হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ‘মাসায়েলে কুরবানী ও আক্বীক্বা’ বই, প্রকাশকাল : ১৪৪৩ হি./২০২২ খৃ.]।
মৃতের পক্ষ থেকে কুরবানী করা সুন্নাত নয় (উছায়মীন, আহকামুল উযহিয়াহ ১/৩-৪)।
মৃত ব্যক্তির জন্য পৃথকভাবে কুরবানী দেওয়ার কোন ছহীহ দলীল নেই। যদি কেউ সেটা করেন, তবে বিখ্যাত তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক (রহঃ) বলেন, তাকে সবটুকুই ছাদাক্বা করে দিতে হবে (মির‘আত ৫/৯৩ পৃ.)। [হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ‘মাসায়েলে কুরবানী ও আক্বীক্বা’ বই, প্রকাশকাল : ১৪৪৩ হি./২০২২ খৃ.]।
মৃতের পক্ষ থেকে কুরবানী করা সুন্নাত নয় (উছায়মীন, আহকামুল উযহিয়াহ ১/৩-৪)।