• আসসালামু আলাইকুম, আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন মেইনটেনেন্স মুডে থাকবে। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।
‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

মৃত্যু ও জানাযা মৃত ব্যক্তিকে মরহূম মাগফূর বলা যাবে কি?

Saabiq Satter

New member

Threads
1
Comments
2
Reactions
9
Credits
216
যাবে না। কারণ শব্দ দু’টি অতীত কালের সঙ্গে সম্পৃক্ত। যার অর্থ দয়া করা হয়েছে ও ক্ষমা করা হয়েছে। অথচ কোন মানুষই জানে না যে, মৃত ব্যক্তিকে ক্ষমা করা হয়েছে কি-না। তাই এই ধরনের শব্দ ব্যবহার করা ঠিক নয়।

বরং তাদের জন্য সাধারণ দু‘আ পড়া যায় (সহীহ মুসলিম, হা/৯৬৩; মিশকাত, হা/১৬৫৫)। তবে দু‘আ করার জন্য ‘রাহিমাহুল্লাহ’, ‘গফারাল্লাহু লাহু’ বলা যায়।

সূত্র: আল-ইখলাছ।
 

Share this page