মৃত ব্যক্তিকে গোসল দিলে বা বহন করলে ওযু ভেঙ্গে যায়না।[১] উল্লেখ্য যে, মহানবী (ﷺ) বলেন, “যে ব্যক্তি মুর্দা কে গোসল দেবে, সে যেন নিজে গোসল করে নেয়। আর যে ব্যক্তি জানাযা বহন করবে, সে যেন ওযু করে নেয়।”[২] কিন্তু এই নির্দেশটি মুস্তাহাব। অর্থাৎ না করলেও চলে, করা বাধ্যতামূলক নয়। তবে করা উত্তম। কারণ, গোসলদাতার দেহে নাপাকী লেগে যাওয়ার সন্দেহ্ থাকে। তাই তো অন্য এক বর্ণনায় আছে; তিনি বলেন, “মুর্দাকে গোসল দিলে তোমাদের জন্য গোসল করা জরুরী নয়। কারণ তোমাদের মুর্দা তো আর নাপাক নয়। অতএব তোমাদের হাত ধুয়ে নেওয়াই যথেষ্ট।”[৩] অবশ্য মাইয়্যেতকে গোসল দেওয়ার সময় তার শরমগাহে হাত লেগে থাকলে ওযু অবশ্যই নষ্ট হবে। আর জানাযা বহন করাতে ওযু নষ্ট হয় না।[৪]
[১] মুছান্নাফ আব্দুর রাযযাক, হা/৬১০১; শারহুল মুমতে, ১/২৯৬ পৃঃ
[২] আবূদাঊদ, তিরমিযী, আহমাদ, মুসনাদ :২/২৮০
[৩] হাকেম, মুস্তাদরাক ১/৩৮৬, বায়হাকী ৩/৩৯৮
[৪] মাজাল্লাতুল বুহূসিল ইসলামিয়্যাহ্ ২৬/৯৬
[১] মুছান্নাফ আব্দুর রাযযাক, হা/৬১০১; শারহুল মুমতে, ১/২৯৬ পৃঃ
[২] আবূদাঊদ, তিরমিযী, আহমাদ, মুসনাদ :২/২৮০
[৩] হাকেম, মুস্তাদরাক ১/৩৮৬, বায়হাকী ৩/৩৯৮
[৪] মাজাল্লাতুল বুহূসিল ইসলামিয়্যাহ্ ২৬/৯৬
Last edited: