- Joined
- Jan 3, 2023
- Threads
- 653
- Comments
- 796
- Reactions
- 6,953
- Thread Author
- #1
ইমাম ইবনু রজব আল হাম্বলী (রহিমাহুল্লাহ) বলেন, মুসল্লীর সামনে সুতরা না থাকলে কতটুকু পরিমাণ নিকটবর্তী দিয়ে অতিক্রম করা নিষেধ এ বিষয়ে আমাদের শাইখদের দুটি মত রয়েছে।
১. এর সীমা হচ্ছে তিনহাত। কেননা তিনহাত পরিমাণ দূরে সুতরা রাখা সুন্নাহ।
২. এর সীমা হচ্ছে কেউ মুসল্লীর সামনে দিয়ে যেতে চাইলে সে তাকে প্রতিরোধ করতে পারবে এতটুকু পরিমাণ স্থান। হানাফীদের থেকে বর্ণিত হয়েছে মুসল্লীর সিজদা দেয়ার স্থান পর্যন্ত এর সীমা। এর পেছন দিয়ে অতিক্রম করাতে কোনো সমস্যা নেই।
অধিক সঠিক মত হচ্ছে প্রথম মত। আল্লাহ ভালো জানেন।
— ইস্তিযকার, ৬/১৭২, ইবনু রজব, ৪/৯৬
— মিসকুল খিতাম: শারহু উমদাতিল আহকাম (১ম খন্ড); মাকতাবাতুস সুন্নাহ, রাজশাহী
১. এর সীমা হচ্ছে তিনহাত। কেননা তিনহাত পরিমাণ দূরে সুতরা রাখা সুন্নাহ।
২. এর সীমা হচ্ছে কেউ মুসল্লীর সামনে দিয়ে যেতে চাইলে সে তাকে প্রতিরোধ করতে পারবে এতটুকু পরিমাণ স্থান। হানাফীদের থেকে বর্ণিত হয়েছে মুসল্লীর সিজদা দেয়ার স্থান পর্যন্ত এর সীমা। এর পেছন দিয়ে অতিক্রম করাতে কোনো সমস্যা নেই।
অধিক সঠিক মত হচ্ছে প্রথম মত। আল্লাহ ভালো জানেন।
— ইস্তিযকার, ৬/১৭২, ইবনু রজব, ৪/৯৬
— মিসকুল খিতাম: শারহু উমদাতিল আহকাম (১ম খন্ড); মাকতাবাতুস সুন্নাহ, রাজশাহী
Last edited: