সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

মুআবিয়া (রা:) এর মৃত্যুকালীন সময়

উমাইয়া খলীফা মুআবিয়া ইবনে আবু সুফইয়ান (রাদিআল্লাহু আনহু) মৃত্যুর সময় বললেন :

‘তোমরা আমাকে বসাও, অতঃপর তাকে যখন বসানো হলো। তখন তিনি আল্লাহ তাআলাকে স্মরণ করলেন, তাঁর পবিত্রতা বর্ণনা করলেন। এরপর অধিক পরিমাণে কাঁদলেন এবং বললেন, “হে মুআবিয়া, তুমি এই বৃদ্ধ বয়স আর জীবনের পড়ন্ত বেলায় তোমার রবকে স্মরণ করছ! কেন এটা তোমার পূর্ণ যৌবনে হলো না?” এরপর তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন আর বললেন, “হে আমার রব, কঠিন হৃদয়ের অধিকারী এই অবাধ্য বৃদ্ধের ওপর রহম করুন। তার গুনাহ মাফ করুন, অপরাধগুলো ক্ষমা করুন। এমন এক বান্দার প্রতি আপনি দয়া করুন, যে আপনাকে ব্যতীত অন্য কারও নিকট কোনো কিছু আশা করে না এবং আপনি ব্যতীত অন্য কারও ওপর ভরসা করে না।”

– আস সুবাত ইনদাল মামাত : ৮৯
– অন্তিম মূহুর্ত, শাইখ আব্দুল মালিক আল কাসিম, রুহামা পাবলিকেশন
 
Last edited:
Top