মাহরামদের সাথে রসিকতা

Joined
Jan 12, 2023
Threads
864
Comments
1,113
Solutions
20
Reactions
13,054
প্রশ্ন: আমরা জানি, মাহরাম পুরুষের (যেসব পুরুষের সাথে নারীর চিরকাল বিবাহ হারাম) সামনে মুখ খোলা রাখা যায়। আর চাচা হচ্ছেন, মাহরামদের অন্তর্ভুক্ত। কিন্তু কোনো নারীর সাথে তার আপন চাচা যদি অশ্লীল রসিকতা করে, তাহলে কি ঐ নারী তার চাচার থেকে দূরে থাকবে বা মুখ ঢেকে রাখবে?

উত্তর: এমতাবস্থায় চাচার নিকটে আসা এবং তার সামনে মুখ খোলা রাখা ভাতিজিদের উচিত নয়। কেননা যে সকল বিদ্বান মাহরাম পুরুষের সামনে মুখ খোলা রাখা বৈধ বলেছেন, তারা কোনোরূপ ফেতনার আশঙ্কা না থাকাকে শর্তারোপ করেছেন। আর প্রশ্নে উল্লেখকৃত অশ্লীল রসিকতাকারী ব্যক্তির (চাচা) ক্ষেত্রে ফেতনার সমূহ সম্ভাবনা রয়েছে। অতএব, ফেতনার উপকরণ থেকে দূরে থাকা অপরিহার্য।

যদি কোনো নারীকে নিয়ে মাহরাম পুরুষের যৌনাকাঙ্ক্ষা জাগে, তাহলে বিস্মিত হওয়ার কিছু নেই। আমরা যদি কুরআনের ভাষাশৈলীর দিকে খেয়াল করি, তাহলে বিষয়টি স্পষ্ট হবে। মহান আল্লাহ বলেন,

وَلَا تَنْكِحُوا مَا نَكَحَ آبَاؤُكُمْ مِنَ النِّسَاءِ إِلَّا مَا قَدْ سَلَفَ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَمَقْتًا وَسَاءَ​

'নারীদের মধ্যে তোমাদের পিতৃপুরুষ যাদেরকে বিয়ে করেছে, তোমরা তাদেরকে বিয়ে করো না; তবে পূর্বে যা সংঘটিত হয়েছে (সেটি ক্ষমা করা হলো) নিশ্চয় তা ছিল অশ্লীল, মারাত্মক ঘৃণ্য ও নিকৃষ্ট পন্থা' (আন-নিসা, ৪/২২)।

যেনার ভয়াবহতা সম্পর্কে তিনি বলেন,

وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا​

'তোমরা যেনার ধারেকাছেও যেয়ো না, নিশ্চয় তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ' (আল-ইসরা, ১৭/৩২)।

উপর্যুক্ত দুটি আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, মাহরাম নারীদের বিবাহ করা যেনার থেকে নিকৃষ্ট ও ঘৃণ্য কাজ।

মোদ্দাকথা, ভাতিজিদের উচিত তাদের ঐ চাচা থেকে দূরে থাকা এবং তার সামনে মুখ না খোলা। কেননা চাচার অশ্লীল রসিকতা যথেষ্ট সন্দেহজনক।

মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী​


 
Last edited:
Back
Top