যুগশ্রেষ্ঠ তাবেয়ী হাসান বসরী (রাহিমাহুল্লাহ) বলেন, মানুষ তিনটি বিষয়ে আফসোস নিয়ে মৃত্যুবরণ করবে—
১. সঞ্চয়কৃত সম্পদ এখনো তৃপ্তিসহকারে ভোগ করা হয়নি।
২. জীবনের স্বপ্নগুলো এখনো ছুঁয়ে দেখা হয়নি।
৩. পরপারের যাত্রার জন্য যথোপযুক্ত পাথেয় সংগ্রহ করা হয়নি।
– সিয়ারুস সালাফিস সালিহিন লি কাওয়ামিস সুন্নাহ আবিল কাসিম আল আসবাহানি, খন্ড: ৩
– ইমাম হাসান বসরী: জীবন ও কর্ম; সমকালীন প্রকাশন
১. সঞ্চয়কৃত সম্পদ এখনো তৃপ্তিসহকারে ভোগ করা হয়নি।
২. জীবনের স্বপ্নগুলো এখনো ছুঁয়ে দেখা হয়নি।
৩. পরপারের যাত্রার জন্য যথোপযুক্ত পাথেয় সংগ্রহ করা হয়নি।
– সিয়ারুস সালাফিস সালিহিন লি কাওয়ামিস সুন্নাহ আবিল কাসিম আল আসবাহানি, খন্ড: ৩
– ইমাম হাসান বসরী: জীবন ও কর্ম; সমকালীন প্রকাশন