মানুষ তো তখনই একাকিত্ব অপছন্দ করে, যখন তার সত্ত্বা অপূর্ণাঙ্গ থাকে, তাতে শ্রেষ্ঠত্বের গুণ অনুপস্থিত থাকে। সে তখন মানুষের সাথে সাক্ষাৎ করার মাধ্যমে একাকিত্ব দূর করে এবং আপন সত্ত্বাকে সমৃদ্ধ করার চেষ্টা করে। অন্যদিকে যার সত্ত্বা শ্রেষ্ঠত্বের গুণে গুণান্বিত, সে একাকিত্বকে বেছে নেয় যাতে চিন্তামগ্ন হয়ে এবং প্রজ্ঞা উদ্ভাবন করতে সক্ষম হয়।
আবু সুলাইমান আল-খাত্তাবী (রাহিমাহুল্লাহ)
[আল-ই’তিসাম বিল-উযলাহ]
আবু সুলাইমান আল-খাত্তাবী (রাহিমাহুল্লাহ)
[আল-ই’তিসাম বিল-উযলাহ]