প্রশ্ন মাগরিবের সময় মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ পড়া যাবে কি?

Joined
Oct 12, 2024
Threads
46
Comments
76
Reactions
493
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সূর্যাস্তের ঠিক আগে বা সূর্যাস্তের ৫ মিনিটের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করলে, সে কি তাহিয়াতুলুল-মসজিদ (২ রাকাত) পড়তে পারবে?

বি.দ্র.: উদাহরণ হিসেবে ধরা যাক—আজ সূর্যাস্ত ০৬:৩৯ pm। আমাদের এলাকায় সাধারণত আযান সূর্যাস্তের ৫–৬ মিনিট পরে দেওয়া হয়। যদি আমি ০৬:৪০ pm-এ মসজিদে প্রবেশ করি, তাহলে তাহিয়াতুলুল-মসজিদ ২ রাকাত কখন আদায় করবো—আযানের আগে, পরে, নাকি মাগরিবের ফরজের পর? বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ, এবং নিষিদ্ধ সময় সম্পর্কিত সহীহ হাদিসের দলিলও উল্লেখ করবেন।
 
@Rejaul
আসসালামু আলাইকুম,
তাহিয়াতুল-মসজিদ আপনি মসজিদে ঢোকার পর পরই পড়বেন যদি জামাত শুরু হওয়ার পুর্বে শেষ করার সুজুগ আছে মনে হয়। এক্ষেত্রে আপনি যদি আগে মসজিদে প্রবেশ করেন, আজানের জন্যে অপেক্ষা করা জরুরি নয় কেননা রাসুল সাঃ এর হাদিস, যখন মসজিদে প্রবেশ করবে তখন ২ রাকাত সালাত আদায় করবে এবং আরেকটি হাদিসে দেখা যায়, উনি জুম্মাহ এর খুতবা চলাকালীন এক ব্যাক্তি মসজিদে ঢুকে বসে পড়লে তিনি খুতবা বন্ধ করে তাকে উঠে ২ রাকাত সালাহ আদায় করার নির্দেশ দেন। আপনি চাইলে আজানের জন্যে অপেক্ষা করতে পারেন কারণ আজানের পর জামাত শুরুর পুর্বে সাধারণত ২ রাকাত সালাহ আদায়ের সুজুগ থাকে।

আলিমদের মতে, সালাতের নিষিদ্ধ সময় এই সালাহ আদায় করা যাবে কিনা এ নিয়ে মতবেধ আছে, আমাদের জানা সুধু আসরের সালাত কোনো কারনে মিস হলে নিষিদ্ধ সময়েও সেটা আদায় করা যায়। যেহেতু এই সালাতটি মসজিদের প্রবেশের পর আদায় করতে হয় তাই কিছু মত যে কোনো সময় আদায় করা যায় তবে শক্তিশালী মত হল সালাতের নিষিদ্ধ সময়ে সকল প্রকার সুন্নাহ নফল ফরজ (আসর ব্যাতিত) আদায় করা নিষেধ।

শেখ সালেহ আল উসাইমিন রাঃ এর মতে, সঠিক মত হল এটা প্রমাণিত সুন্নাহ, ওয়াজিব সালাহ নয়। আর প্রশ্ন থাকতে পারে,মসজিদে প্রবেশের পর যদি দেখি ২ রাকাত সালাত পড়ার সময় নেই জামাত শুরু হয়ে যাবে, এক্ষেত্রে কি দাড়িয়ে অপেক্ষা হবে? শেখ সালেহ আল ফাওযান রাঃ এর উত্তরে বলেন, তিনি একবার এরকম দাড়িয়ে ছিলেন, তখন শেখ ইবনে বায রাঃ তার হাত ধরে তাকে বসার জন্যে বলেন। তাই সময় না থাকলে দাড়িয়ে থাকতে হবে না, বরং বসে অপেক্ষা করাই ভালো।

আল্লাহ্‌ আমার ভুল-ত্রুটি ক্ষমা করুন। তিনিই সকল জ্ঞানের উৎস।
 
@Rejaul
আপনি এই বউটি পড়তে পারেন, এখত্রে সালাতের সবকিছু আপনার জানা হয়ে যাবে ইনশা'আল্লাহ। হার্ডকপি কেনার অনুরোধ রইলো।

 
Similar threads Most view View more
Back
Top