প্রশ্ন মসজিদে ঢুকে জামাতে সিজদারত অবস্থায় পেলে আমার করনীয় কি?

Rejaul

Member
Joined
Oct 12, 2024
Threads
2
Comments
14
Reactions
23
আসসালামু আলাইকুম। মসজিদে প্রবেশ করে সালাত সেজদারত অবস্থায় পেলে আমার করনীয় কি অর্থাৎ আমি কিভাবে সালাতে প্রবেশ করবো বিস্তারিত জানালে উপকৃত হবো ইনশাআল্লাহ।
 
Solution
কোনো মুসল্লি যখন সালাত আদায়ের জন্য জামাতে অংশগ্রহণ করে থাকেন, তিনি ইমাম সাহেবকে যে অবস্থায় পেয়েছেন সে অবস্থায় তাকবিরে তাহরিমা দিয়ে চলে যাবেন। এরপর বাকি অংশ ইমামের সঙ্গে তিনি আদায় করে নেবেন। দাঁড়িয়ে থাকা বা অপেক্ষা করা এটি সালাতের যে বিধান রয়েছে তার পরিপন্থি। তিনি যদি একটি সিজদাও দিয়ে থাকেন এটি ইবাদত হবে, বসে বা দাঁড়িয়ে থাকলে এটি ইবাদত হবে না।

- ইমাম সিজদায় গেলে মুসল্লি কী করবেন?

হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- তোমাদের কেউ যখন নামাজে আসে তখন ইমামকে যে অবস্থায় পায় সে যেন তাই করে (অর্থাৎ যে অবস্থায়ই ইমামকে পাবে, জামাতে শরীক হয়ে যাবে।) (জামে তিরমিজি, হাদিস ৫৯১)

অপর একটি হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ইমামকে দাঁড়ানো অবস্থায় পাবে তখন দাঁড়ানো অবস্থায় নামাজে শরীক হয়ে...
Similar threads Most view View more
Back
Top