- Joined
- Jan 12, 2023
- Threads
- 789
- Comments
- 1,041
- Solutions
- 19
- Reactions
- 10,746
- Thread Author
- #1
وحدانية الله عز وجل في ضوء المعارف الحديثة
ডাউনলোড করুন মহান স্রষ্টার একত্ববাদ ও আধুনিক বিজ্ঞান বইয়ের পিডিএফ
লেখক: মুহাম্মদ উসমান গনি
সম্পাদনা: আব্দুলাহ শহীদ আব্দুর রহমান, নুমান বিন আবুল বাশার
আভমত বিসমিল্লাহির রাহমানির রাহিম মহান স্রষ্টার একত্ববাদ ও আধুনিক বিজ্ঞান বইটির উপর মতামত প্রকাশ করার জন্য লেখক আমাকে অনুরোধ করেছেন। আমার ক্ষুদ্র জ্ঞানে এই বইটির পান্ডুলিপি পড়ে দু' চারটি কথা না লিখে পারলাম না। বৈজ্ঞানিক যুগে প্রতিদিন নতুন নতুন বৈজ্ঞানিক তত্ত্ব আবিস্কার হচ্ছে। কিন্তু আমার ভাবতে অবাক লাগে বিজ্ঞানের এই নব নব অনেক আবিস্কারের কথা আগেই কুরআনে উল্লেখ করা হয়েছে। কুরআন মহান আল্লাহ পাকের তরফ থেকে মানুষের জন্য হিদায়েত ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার একমাত্র সর্বশেষ ঐশী গ্রন্থ। এটি এমন একটি কিতাব যাতে আছে জীবনকে সুন্দর সহজ ভাবে সৎ পথে পরিচলার দিক-নির্দেশনাসহ জাতিগত, পারিবারিক, রাষ্ট্রীয় ও পরকালীন জীবনের বিস্তারিত নর্ণনা এবং দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করার উপায়। যেহেতু এটি একটি হিদায়েতের কিতাব কাজেই শিক্ষিত, অশিক্ষিত, ছোট, বড়, সাহিত্যিক, দার্শনিক, বৈজ্ঞানিক, সর্ব যুগের সর্ব কালের লোকের জন্য শিক্ষার বিষয়। উদাহরণ স্বরূপ বলা যায় সাহিত্য, ইতিহাস, ভূগোল, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান ও প্রকৌশল বিজ্ঞান যে যিয়েই পারদর্শী হোন না কেন উক্ত সর্ব বিষয়েই পবিত্র কুরআনে ইঙ্গিত রয়েছে বলে মানুষ হিদায়েত পেতে পারে। এব্যাপারে ২/১টি উদাহরণ তুলে ধরছি যাতে সবার কাছে তা সুস্পষ্ট হয়।