- Joined
- Jan 3, 2023
- Threads
- 653
- Comments
- 796
- Reactions
- 6,945
- Thread Author
- #1
এটি আল্লাহ তা'আলার তথ্যগত যাতী গুণ (তথ্যগত গুণ বলতে বোঝানো হয়েছে আল্লাহর সত্তার সাথে সম্পর্কিত সেসব গুণ যেগুলো সম্পর্কে যদি আল্লাহ ও তাঁর রাসূল সংবাদ না দিতেন তাহলে শুধু যুক্তি দিয়ে তা সাব্যস্ত হতো না) যা কুরআন ও সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। কুরআনের দলিলর মধ্যে রয়েছে আল্লাহ তা'আলার বাণী :
وَلِتُصْنَعَ عَلٰي عَيْنِيْ
“যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও।” – সূরা: ২০; ত্বহা: ৩৯
وَ اصۡنَعِ الۡفُلۡکَ بِاَعۡیُنِنَا وَ وَحۡیِنَا
“আর আপনি নৌকা তৈরি করুন আমাদের চোখের সামনে।” – সূরা: ১১; হুদ: ৩৭
সুন্নাহ থেকে দলিল হলো বুখারী ও মুসলিমে নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে উমর (রাদিআল্লাহু আনহুমা)-র হাদীস। তিনি বলেন :
إِنَّ اللهَ لاَ يَخْفَى عَلَيْكُمْ إِنَّ اللهَ لَيْسَ بِأَعْوَرَ وَأَشَارَ بِيَدِهِ إِلَى عَيْنِهِ وَإِنَّ الْمَسِيحَ الدَّجَّالَ أَعْوَرُ الْعَيْنِ الْيُمْنَى كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ طَافِيَةٌ
“আল্লাহ তোমাদের কাছে গোপন থাকবেন না। নিশ্চয়ই আল্লাহ কানা নন।” এ কথা বলে তিনি স্বীয় হস্ত দ্বারা দু চোখের দিকে ইঙ্গিত করেন (এবং বললেন) “আর মাসীহ দাজ্জালের ডান চক্ষু কানা থাকবে, যেন তা স্ফীত একটি আঙ্গুর।” – বুখারী: ৭৪০৭ (তাওহীদ পাবলিকেশন), মুসলিম: ২৯৩৩
– উসূলুল ঈমান, প্রথম অধ্যায়, সবুজপত্র পাবলিকেশন্স
وَلِتُصْنَعَ عَلٰي عَيْنِيْ
“যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও।” – সূরা: ২০; ত্বহা: ৩৯
وَ اصۡنَعِ الۡفُلۡکَ بِاَعۡیُنِنَا وَ وَحۡیِنَا
“আর আপনি নৌকা তৈরি করুন আমাদের চোখের সামনে।” – সূরা: ১১; হুদ: ৩৭
সুন্নাহ থেকে দলিল হলো বুখারী ও মুসলিমে নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে উমর (রাদিআল্লাহু আনহুমা)-র হাদীস। তিনি বলেন :
إِنَّ اللهَ لاَ يَخْفَى عَلَيْكُمْ إِنَّ اللهَ لَيْسَ بِأَعْوَرَ وَأَشَارَ بِيَدِهِ إِلَى عَيْنِهِ وَإِنَّ الْمَسِيحَ الدَّجَّالَ أَعْوَرُ الْعَيْنِ الْيُمْنَى كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ طَافِيَةٌ
“আল্লাহ তোমাদের কাছে গোপন থাকবেন না। নিশ্চয়ই আল্লাহ কানা নন।” এ কথা বলে তিনি স্বীয় হস্ত দ্বারা দু চোখের দিকে ইঙ্গিত করেন (এবং বললেন) “আর মাসীহ দাজ্জালের ডান চক্ষু কানা থাকবে, যেন তা স্ফীত একটি আঙ্গুর।” – বুখারী: ৭৪০৭ (তাওহীদ পাবলিকেশন), মুসলিম: ২৯৩৩
– উসূলুল ঈমান, প্রথম অধ্যায়, সবুজপত্র পাবলিকেশন্স