প্রশ্নোত্তর মসজিদের বাহ্যিক সজ্জার বিধান

Joined
Aug 6, 2024
Threads
82
Comments
92
Solutions
1
Reactions
1,119
শাইখ ইয়াহইয়া হাফিজাহুল্লাহ বলেছেন:
মসজিদ সজ্জিত করা কাম্য নয়... বরং এটি নিষিদ্ধ।
[عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ ﷺ ((مَا أُمِرْتُ بِتَشْيِيدِ الْمَسَاجِدِ)).‏ قَالَ ابْنُ عَبَّاسٍ] لَتُزَخْرِفُنَّهَا كَمَا زَخْرَفَتِ الْيَهُودُ وَالنَّصَارَى.‏
[আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আমাকে জাঁকজমকপূর্ণ মসজিদ নির্মাণের আদেশ দেওয়া হয়নি। ইবনে আব্বাস (রাঃ) বলেছেন তোমরা অবশ্যই মসজিদসমূহকে সজ্জিত করবে যেমন ইয়াহুদী ও খ্রিস্টানরা তাদের উপাসনালয় সজ্জিত করেছিল। আবু দাউদ ৪৪৮, সহীহ (আল-আলবানী)

অভ্যন্তরীণ বা বাহ্যিক উভয় ক্ষেত্রেই (সাজসজ্জা নিষিদ্ধ)। তবে, যখন মসজিদের বাহ্যিক অংশের কথা আসে তখন বিষয়টি তুলনামূলকভাবে কম গুরুতর। মসজিদের বাহ্যিক অংশ সজ্জিত করা হলে তা সরাসরি মুসল্লিদের প্রভাবিত করে না। কিন্তু যদি অভ্যন্তরীণ অংশ সজ্জিত করা হয়, তবে এটি বেশ কয়েকটি নিষেধাজ্ঞাকে একত্রিত করে: মুসল্লিদের মনোযোগ বিক্ষিপ্ত করা, এবং লোক দেখানো ও খ্রিস্টান গীর্জার অনুকরণ করার উপাদান।

যখন উম্মে সালামাহ (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেছিলেন যে গির্জাগুলো ছবি দিয়ে সজ্জিত করা হয়, তখন তিনি বলেছিলেন: "আল্লাহর দৃষ্টিতে সৃষ্টির নিকৃষ্টতম ব্যক্তি হল তারা, যারা তাদের মধ্যে কোনো ধার্মিক ব্যক্তি মারা গেলে তার কবরের উপর উপাসনালয় নির্মাণ করে এবং তা ছবি দিয়ে সজ্জিত করে।"
 
Similar threads Most view View more
Back
Top