সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
Yiakub Abul Kalam

মানহাজ বিভিন্ন ভ্রান্ত দল ও সংগঠন থেকে সতর্ক করা কোমলমতি ছাত্রদের সমস্যার সৃষ্টি করে"। এই কথা যে বলে তার ব্যাপারে আপনার মতামত কি?

Yiakub Abul Kalam

Altruistic

Uploader
Exposer
Salafi User
LV
0
 
Credit
1,533
প্রশ্নঃ "বিভিন্ন ভ্রান্ত দল ও সংগঠন থেকে সতর্ক করা কোমলমতি ছাত্রদের সমস্যার সৃষ্টি করে"। এই কথা যে বলে তার ব্যাপারে আপনার মতামত কি?

উত্তরঃ সে ভুল বলেছে। এক্ষেত্রে তার প্রবৃত্তি কাজ করেছে। কারণ, সে অপছন্দ করে যে, তাদের থেকে সতর্ক করা হোক।

অথচ সালাফগণ ছোট্ট শিক্ষার্থীদেরও তাদের আকীদা বিনষ্টকারী লোকদের থেকে সতর্ক করতেন। সহীহ মুসলিমের মুকাদ্দামা-তেই এসবের আলোচনা আছে।

মুসলিম রহিমাহুল্লাহ বলেনঃ আমাদের নিকট হাদীস বর্ণনা করেছে আবূ কামেল আল-জাহদারী, তিনি হাম্মাদ ইবনু যায়দ থেকে। তিনি বলেন, আমাদেরকে আসেম বলেছেনঃ
আমরা ছোট্ট ছেলেরা (غلمة أيفاع) আবু আব্দির রহমান আস-সুলামী রহিমাহুল্লাহর কাছে আসতাম। তো তিনি আমাদের বলতেন: তোমরা আবুল আহওয়াস ছাড়া অন্য কোনো কাহিনীকারের (قصاص) কাছে বসবে না।১ আর শাকীক থেকে দূরত্ব বজায় রাখবে। রাবী বলেন, এই শাকীক খারেজী মতাবলম্বী ছিল। তবে ইনি আবু ওয়ায়েল নামক রাবী নন।

নববী রহিমাহুল্লাহ বলেনঃ আবু উবায়দ বলেন, أيفع الغلام বলা হয়, যখন কেউ বালেগ হওয়ার কাছাকাছি হয়।

আমি (আহমাদ) বলছি: এর মাঝে দলীল রয়েছে যে, সালাফরা ছোট ছাত্রদেরকেও তাদের জন্য ক্ষতিকর, দ্বীন ও চরিত্র নষ্টকারী লোকদের থেকে সতর্ক করতেন; যারা মিথ্যা ও বিদয়াতের মাধ্যমে এসব করে থাকে।

মুকাদ্দামা মুসলিমে আরো রয়েছে, ইবনু আওন বলেন, আমাদেরকে ইবরাহীম বললেনঃ মুগীরাহ বিন সা'দ ও আবু আব্দির রহীম থেকে সাবধান। কারণ, তারা দুজনই মিথ্যুক। -(দেখুন, মুকাদ্দামা মুসলিম, ১/৯৯-১০০)

পরিশেষে, এরা মূলত নিজেদের ইচ্ছামত চলছে না, বরং অন্যরা এদেরকে এভাবে চালাচ্ছে। ফলে তাদের নেতারা যেসব দলীল মানে না, তারাও সেগুলোতে সন্তুষ্ট বোধ করে না। -আল্লাহর কাছেই সব বিরোধকারীরা একত্রিত হবে-।

ইমাম ইবনু খুযায়মা রহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ "কিতাবুত তাওহীদ ফী সিফাতির রব্ব" লেখার কারণ সম্পর্কে বলেনঃ আমি কিছু ছোট ছাত্রদের থেকে (আকীদা বিরোধী) কিছু কথা শুনতাম; হয়তো তারা জাহমিয়্যাহ, মু'আত্ত্বিলাহ, ক্বদারিয়্যাহ ও মু'তাযেলা-দের মতো বিভ্রান্ত এবং ভ্রষ্ট পথের অনুসারীদের মাজলিসে বসত। তো আমার ভয় হলো যে, তারা কুরআন সুন্নাহর সত্য ও সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে বাতিল ও ভ্রান্ত পথের অনুসারী হবে।

খেয়াল করো -আল্লাহ তোমাকে রক্ষা করুন- এই মহান ইমামের প্রতি, যিনি তার গুরুত্বপূর্ণ কিতাবটি -যেটি তাওহীদ বিষয়ে অনন্য এবং যেটাতে তিনি জাহমিয়্যাহ, মু'আত্ত্বিলাহ, ক্বদারিয়্যাহ ও মু'তাযেলা-দের মতো বাতিল ফিরকাকে রদ করেছেন- সঙ্কলন করেছেন; শুধুমাত্র ছাত্রদের নসীহতের উদ্দেশ্যে। তিনি কিন্তু কখনোই এটা বলেননি যে, এসব বিষয় ছাত্রদের সমস্যা করে।

সুতরাং যুবক ভাইটি আমার, তুমি তোমার সালাফদের পথ আঁকড়ে ধরো।
বিভ্রান্তকারীরা বা প্রতারণাকারীরা যেন তোমাকে ধোঁকায় ফেলতে না পারে।

উত্তর প্রদানেঃ
--শায়খ আহমাদ বিন ইয়াহয়া আন-নাজমী রহিমাহুল্লাহ।
[আল-ফাতাওয়া আল-জালিয়্যাহ 'আনিল মানহাজিদ দা'আয়িয়্যাহ, ২য় খন্ড, ১৯ নং প্রশ্ন, পৃষ্ঠা-৫২]
 

Create an account or login to comment

You must be a member in order to leave a comment

Create account

Create an account on our community. It's easy!

Log in

Already have an account? Log in here.

Total Threads
13,354Threads
Total Messages
17,219Comments
Total Members
3,683Members
Latest Messages
rabc1Latest member
Top