প্রশ্নোত্তর বিদ‘আতি (নব উদ্ভাবিত ধর্মীয় কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তি)-কে সম্মান করা ইসলামের দৃষ্টিতে কী অপরাধ?

Joined
Oct 12, 2024
Threads
46
Comments
76
Reactions
493
উত্তর: বিদ‘আতি ব্যক্তিকে সম্মান করা ইসলামের দৃষ্টিতে একটি মারাত্মক অপরাধ, কারণ এর মাধ্যমে একজন ব্যক্তি ইসলাম ধ্বংসে সহায়তা করে।
দলিল: রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
"مَنْ وَقَرَ صَاحِبَ بِدْعَةٍ فَقَدْ أَعَانَ عَلَى هَدْمِ الْإِسْلَامِ"​

অর্থ: “যে ব্যক্তি বিদ‘আতি ব্যক্তিকে সম্মান করে, সে ইসলাম ধ্বংসে সাহায্য করে।” — আল-হুজ্জাত ফি বায়ানুল মুহাজ্জাত, ২/৫০৮; কিতাবুশ শারিয়াহ লিলআজরি, হাদীস: ২০২০

সনদ: এই বর্ণনাটির সনদ সহীহ, এবং ইমাম আবু বাকার বিন হুসাইন আল-আজরির ওস্তাদ আব্বাস বিন ইউসুফ আশ-শাকলি সম্পর্কে হাফেয যাহাবি বলেছেন:
"وَهُوَ مَقْبُوْلُ الرَّوَايَةِ" — অর্থাৎ “তাঁর বর্ণনা গ্রহণযোগ্য।” — তারিখুল ইসলাম লিয-যাহাবি ২৩/৪৭৯

সুতরাং, বিদ‘আতিকে সম্মান করা মানে কুরআন ও সুন্নাহর পরিপন্থী কাজকে প্রশ্রয় দেওয়া, যা ইসলামের মৌলিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং, মুসলমানদের উচিত বিদ‘আত ও বিদ‘আতিকে পরিহার করা এবং কেবল সহীহ সুন্নাহর অনুসরণ করা।
 
Similar threads Most view View more
Back
Top