বিদআত বিদআতের পরিচয়

Joined
Jan 3, 2023
Threads
773
Comments
923
Reactions
8,150
বিদাআত : প্রত্যেক যেই আকীদা, আমল অথবা কথা ইবাদত ও আল্লাহর নৈকট্য লাভের নিয়‍্যাতে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর মৃত্যুর পরে উদ্ভাবন করা হয়েছে, অথচ তার পক্ষে কুরআন, সুন্নাহ ও সালাফদের আমল থেকে দলীল নেই, সেই আকীদা, আমল অথবা কথাই হলো বিদআত।

বিদআত পাঁচ প্রকার।

সবগুলোই ভ্রষ্টতা, এর কিছু প্রকার অন্যটির থেকে বেশি খারাপ।

১. বিশ্বাসগত বিদআত :

সেটি হলো, প্রত্যেক যেই আকীদা কুরআন ও সুন্নাহর বিপরীত। যেমন- এই বিশ্বাস রাখা যে, তাদের পীর, গুরুরা এই মহাজগত পরিচালনা করে অথবা তারা গায়েব জানে। এটি হলো কুফরী।

২. বচনগত বিদআত :

সেটি হলো, কোনো ব্যক্তি ইবাদত মনে করে যেসব শব্দ উচ্চারণ করে; অথচ সেগুলো কুরআন ও সুন্নাহ বিরোধী। যেমন- কেউ শুধু 'আল্লাহ' বলে যিকির করে, অথবা 'হু' বলে যিকির করে। (মাজমূ ফাতাওয়া ইবনু তাইমিয়্যাহ, ১০/২২৬-২২৯)

৩. কর্মর্গত বিদআত :

সেটি হলো, ইবাদত মনে করে মানুষজন যেসব কাজ করে। অথচ সেগুলো কিতাব ও সুন্নাহর বিরোধী। যেমন- যিকিরের সময় নাচানাচি করা।

৪. আর্থিক দিক থেকে বিদআত :

সেটি হলো, ইবাদত মনে করে কুরআন সুন্নাহর বিরোধী কোনো কিছুতে অর্থ খরচ করা। যেমন- কবরের ওপর নির্মাণ করাতে এবং কবরের ওপর কফিন বসাতে অর্থ খরচ করা।

৫. পরিত্যাগ করার দিক থেকে বিদআত :

সেটি হলো, দীনের কোনো কিছু ও বৈধ কোনো কিছু ইবাদত মনে করে পরিত্যাগ করা। যেমন- ইবাদত মনে করে, বিবাহ না করা অথবা গোশত না খাওয়া।

— আল কওলুল মুফীদ আদিল্লাতিত তাওহীদ (আবশ্যিক তাওহীদ শিক্ষা); মাকতাবাতুস সুন্নাহ, রাজশাহী
 
Similar threads Most view View more
Back
Top