"বড়দের ভুল ধরা ছোটদের জন্য খুবই সহজ, কিন্তু বড়রা কখনোই বড়দের ভুল ধরেন না।
সুবহানাল্লাহ, আমি এরকম অনেক খবরই জানি। বড়দের কথাকে ভুলভাবে বোঝা বড়দের পক্ষে সম্ভব নয়।
আমি একবার আমাদের শায়খ আহমাদ আন-নাজমী রহিমাহুল্লাহর কাছে ছিলাম। তখন কারী ইবনু উসায়মীন রহিমাহুমাল্লাহর একটা কথা পড়ল, যেটা ইবনু উসায়মীন রহিমাহুমাল্লাহর মতো মানুষ বলতেই পারেন না। তখন তিনি বললেন: এটা শায়খ ইবনু উসায়মীনের কথা হতেই পারে না। এই অর্থ তিনি উদ্দেশ্য নেননি। বরং (আসল কথা হলো) প্রকাশকরা ভুল লিখে সেভাবেই প্রকাশ করেছে, পরিমার্জনা ছাড়াই।
আর বাস্তবেই, পরবর্তীতে যখন এই বইয়ের সংস্করণ বের হয়, তখন শায়খের এই কথাকে বাদ দেওয়া হয়।
বড়রা কখনোই অপরজনের ইলমকে হেয় করে এরকম বলতে পারেন না যে, "এটা একটা বাতিল কথা। অমুক যেটা বলেছে সেটা সম্পূর্ণ ভুল। তার অনেক ভুল আমরা জানি।"
বড়রা কখনোই এটা করেন না, কারণ তারা ইলমের হাকিকত জানেন; তারা বোঝেন যে, আলেমরা সত্যই বলে থাকেন। আলেমরা কখনোই সত্যকে বাদ দিয়ে মিথ্যা প্রচার করার ইচ্ছা করেন না।
আলেম ভুল করতে পারেন, ভুলে যেতে পারেন, কথা অস্পষ্ট হতে পারে; কিন্তু এমতাবস্থায় তার কথাকে সঠিক খাতে প্রবাহিত করতে হবে। সরাসরি তার ইলমকে ছোট করা, ভুল বলা, মুর্খতার দিকে নিসবত করা, পথভ্রষ্টকর আখ্যা দেওয়া ইত্যাদি করা ঠিক হবে না।
কেউ যদি বড়দের কথা বুঝতে না পারে, তবে তার জন্য আবশ্যক হলো: সে ধীরস্থিরতা অবলম্বন করবে, বোঝার চেষ্টা করবে, বারবার পড়বে, আরো খোঁজাখুঁজি করবে; যতক্ষণ না বড় আলেমদের কথা তার বুঝে আসছে।"
- শায়খ সালেহ আল-উসয়মী হাফিযাহুল্লাহ।
সুবহানাল্লাহ, আমি এরকম অনেক খবরই জানি। বড়দের কথাকে ভুলভাবে বোঝা বড়দের পক্ষে সম্ভব নয়।
আমি একবার আমাদের শায়খ আহমাদ আন-নাজমী রহিমাহুল্লাহর কাছে ছিলাম। তখন কারী ইবনু উসায়মীন রহিমাহুমাল্লাহর একটা কথা পড়ল, যেটা ইবনু উসায়মীন রহিমাহুমাল্লাহর মতো মানুষ বলতেই পারেন না। তখন তিনি বললেন: এটা শায়খ ইবনু উসায়মীনের কথা হতেই পারে না। এই অর্থ তিনি উদ্দেশ্য নেননি। বরং (আসল কথা হলো) প্রকাশকরা ভুল লিখে সেভাবেই প্রকাশ করেছে, পরিমার্জনা ছাড়াই।
আর বাস্তবেই, পরবর্তীতে যখন এই বইয়ের সংস্করণ বের হয়, তখন শায়খের এই কথাকে বাদ দেওয়া হয়।
বড়রা কখনোই অপরজনের ইলমকে হেয় করে এরকম বলতে পারেন না যে, "এটা একটা বাতিল কথা। অমুক যেটা বলেছে সেটা সম্পূর্ণ ভুল। তার অনেক ভুল আমরা জানি।"
বড়রা কখনোই এটা করেন না, কারণ তারা ইলমের হাকিকত জানেন; তারা বোঝেন যে, আলেমরা সত্যই বলে থাকেন। আলেমরা কখনোই সত্যকে বাদ দিয়ে মিথ্যা প্রচার করার ইচ্ছা করেন না।
আলেম ভুল করতে পারেন, ভুলে যেতে পারেন, কথা অস্পষ্ট হতে পারে; কিন্তু এমতাবস্থায় তার কথাকে সঠিক খাতে প্রবাহিত করতে হবে। সরাসরি তার ইলমকে ছোট করা, ভুল বলা, মুর্খতার দিকে নিসবত করা, পথভ্রষ্টকর আখ্যা দেওয়া ইত্যাদি করা ঠিক হবে না।
কেউ যদি বড়দের কথা বুঝতে না পারে, তবে তার জন্য আবশ্যক হলো: সে ধীরস্থিরতা অবলম্বন করবে, বোঝার চেষ্টা করবে, বারবার পড়বে, আরো খোঁজাখুঁজি করবে; যতক্ষণ না বড় আলেমদের কথা তার বুঝে আসছে।"
- শায়খ সালেহ আল-উসয়মী হাফিযাহুল্লাহ।