সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
Yiakub Abul Kalam

অন্যান্য বড়দের ভুল ধরা ছোটদের জন্য খুবই সহজ

Yiakub Abul Kalam

Altruistic

Uploader
Exposer
Salafi User
LV
0
 
Credit
1,474
"বড়দের ভুল ধরা ছোটদের জন্য খুবই সহজ, কিন্তু বড়রা কখনোই বড়দের ভুল ধরেন না।

সুবহানাল্লাহ, আমি এরকম অনেক খবরই জানি। বড়দের কথাকে ভুলভাবে বোঝা বড়দের পক্ষে সম্ভব নয়।
আমি একবার আমাদের শায়খ আহমাদ আন-নাজমী রহিমাহুল্লাহর কাছে ছিলাম। তখন কারী ইবনু উসায়মীন রহিমাহুমাল্লাহর একটা কথা পড়ল, যেটা ইবনু উসায়মীন রহিমাহুমাল্লাহর মতো মানুষ বলতেই পারেন না। তখন তিনি বললেন: এটা শায়খ ইবনু উসায়মীনের কথা হতেই পারে না। এই অর্থ তিনি উদ্দেশ্য নেননি। বরং (আসল কথা হলো) প্রকাশকরা ভুল লিখে সেভাবেই প্রকাশ করেছে, পরিমার্জনা ছাড়াই।

আর বাস্তবেই, পরবর্তীতে যখন এই বইয়ের সংস্করণ বের হয়, তখন শায়খের এই কথাকে বাদ দেওয়া হয়।

বড়রা কখনোই অপরজনের ইলমকে হেয় করে এরকম বলতে পারেন না যে, "এটা একটা বাতিল কথা। অমুক যেটা বলেছে সেটা সম্পূর্ণ ভুল। তার অনেক ভুল আমরা জানি।"
বড়রা কখনোই এটা করেন না, কারণ তারা ইলমের হাকিকত জানেন; তারা বোঝেন যে, আলেমরা সত্যই বলে থাকেন। আলেমরা কখনোই সত্যকে বাদ দিয়ে মিথ্যা প্রচার করার ইচ্ছা করেন না।

আলেম ভুল করতে পারেন, ভুলে যেতে পারেন, কথা অস্পষ্ট হতে পারে; কিন্তু এমতাবস্থায় তার কথাকে সঠিক খাতে প্রবাহিত করতে হবে। সরাসরি তার ইলমকে ছোট করা, ভুল বলা, মুর্খতার দিকে নিসবত করা, পথভ্রষ্টকর আখ্যা দেওয়া ইত্যাদি করা ঠিক হবে না।

কেউ যদি বড়দের কথা বুঝতে না পারে, তবে তার জন্য আবশ্যক হলো: সে ধীরস্থিরতা অবলম্বন করবে, বোঝার চেষ্টা করবে, বারবার পড়বে, আরো খোঁজাখুঁজি করবে; যতক্ষণ না বড় আলেমদের কথা তার বুঝে আসছে।"



- শায়খ সালেহ আল-উসয়মী হাফিযাহুল্লাহ।​
 

Create an account or login to comment

You must be a member in order to leave a comment

Create account

Create an account on our community. It's easy!

Log in

Already have an account? Log in here.

Total Threads
13,023Threads
Total Messages
16,583Comments
Total Members
3,411Members
Latest Messages
Abdur Rahman 412Latest member
Top