নোটিশ ফেসবুক এড ক্যাম্পেইন

Joined
Nov 29, 2022
Threads
35
Comments
207
Solutions
2
Reactions
2,417
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক,
আলহামদুলিল্লাহ গত কিছুদিন যাবত আমাদের ফেসবুক একটি ক্যাম্পেইন ছিলো সেটার রেজাল্ট দেখার সুবিধার্থে নিচে ছবি যুক্ত করে দিয়েছি।
আমাদের এড ২ লক্ষ ৫৫ হাজার ৩৮জন ভাই ও বোনের কাছে পৌঁছেছে এবং যার ইম্প্রেশন ছিলো ৫ লক্ষ ৫১ হাজার ৫৪ জন।
যদিও আমরা তেমন কোনো নতুন মেম্বার পাইনি তবুও আলহামদুলিল্লাহ কিছু মানুষের কাছে তো আমাদের ফোরামের নাম পৌঁছেছে।
যেসকল ভাইয়েরা ফোরামে একটিভ আছেন এবং কন্টেন্ট দিচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রাকাশ করছি এবং আল্লাহর কাছে দু'আ করছি আল্লাহ যেন এই ফোরামকে কবুল করেন এবং আপনাদের পরিশ্রমের জন্য উত্তম প্রতিদান দান করেন।
- আমীন।
 

Attachments

  • summary.webp
    summary.webp
    24.7 KB · Views: 261
Last edited by a moderator:
Back
Top