অন্যান্য ফেরেশতাগণ আসলে আমাদের সম্পর্কে কি লিখেন?

  • Thread Author
হাফিজ ইবনু রজব হাম্বলি (মৃত্যু ৭৯৫ হিঃ) বলেন,

আলেমগণ এই বিষয়ে দ্বিমত করেছেন যে, ফেরেশতাগণ কী আমাদের প্রত্যেক কাজের হিসাব লিপিবদ্ধ করেণ নাকি শুধু পুরষ্কার ও আযাব সংক্রান্ত কর্মের হিসাব লিপিবদ্ধ করেণ । এই দুটি মতই সর্বাধিক পরিচিত ।​

প্রথম মত : ব্যাক্তি যা বলে ফেরেশতাগণ তার সবকিছু লিপিব্ধ করেণ

ইবনে আব্বাস (রাদিঃ) থেকে আলী ইবনে আবি তালহা (রাদিঃ) বর্ণনা করেছেন তিনি বলেছেন, তারা যা কিছু বলে তা সবই (ফেরেশতাগণ) লিখে রাখেন, তা ভালো হোক কিংবা মন্দ । এমনকি তারা তার এই উক্তিগুলোও লিপিবদ্ধ করেণ : “আমি খেয়েছি”, “আমি পান করেছি”, “আমি গিয়েছি’’, “আমি এসেছি”। বৃহস্পতিবার, তার আমলনামা (আল্লাহ তা'আলার কাছে) পেশ করা হয়, তার ভাল এবং মন্দ কথাগুলি হিসাব করা হয় এবং তার অবশিষ্ট (বক্তৃতা) মুছে ফেলা হয়। এই জন্যই পরম করুণাময় আল্লাহ তা'আলা বলেন,

 يَمْحُو اللَّهُ مَا يَشَاءُ وَيُثْبِتُ ۖ وَعِندَهُ أُمُّ الْكِتَابِ
“আল্লাহ যা ইচ্ছে করেন নিশ্চিহ্ন করে দেন
আর যা ইচ্ছে প্রতিষ্ঠিত রাখেন, উম্মুল কিতাব
তাঁর নিকটই রক্ষিত।” — সূরাহ আর রা'দ
(১৩:৩৯)
দ্বিতীয় মত : ফেরেশতাগণ কেবলমাত্র পুরস্কার এবং শাস্তি লিপিবদ্ধ করেণ

ইয়াহইয়া ইবনে আবি কাছির থেকে বর্ণিত, তিনি বলেন: এক ব্যক্তি একবার তার গাধায় আরোহণ করল, যেটার মাধ্যমে সে সফর করতো। লোকটি বললেন, “কী নিকৃষ্ট গাধা!”
তখন ডানপাশের ফেরেশতা বললেন, “এটি (লোকটির কথা) কল্যাণের বিষয় নয়, তাই আমি এটি লিপিবদ্ধ করব না।”
বামপাশের ফেরেশতা বললেন, “এটি মন্দও নয়, তাই আমিও এটি লিপিবদ্ধ করব না।”
আল্লাহ তা'আলা বাম পাশের ফেরেশতাকে আদেশ করলেন যে ডানপাশের ফেরেশতা যা ছেড়ে দেয় তা সবই লিখতে। এইভাবে, “কী নিকৃষ্ট গাধা”) লোকটির মন্দ কথাবার্তার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেল।

উৎস : জামিউল উলুম ৩৬৯
অনুবাদ : রিয়াদ আল কানাদি এবং আব্দুল্লাহ বারী ।
 
Similar threads Most view View more
Back
Top