সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

অন্যান্য সে কী আসলেই ইমামে আজম ? পর্ব ১

মনসুর বিন মুজাহিম রহিমাহুল্লাহ বলেছেন, আমি মালিক বিন আনাসকে বলতে শুনেছি যে,

"আবু হানিফা দ্বীনকে নিয়ে ঠাট্টা করেছে এবং যে দ্বীনকে নিয়ে ঠাট্টা করে সে ধর্মহীন (কাফের)।"

হাদীসের মান : সহীহ

মুতরিফ রহিমাহুল্লাহ বলেছেন, আমি ইমাম মালিককে বলতে শুনেছি যে,

"দ্বীন থেকে ত্রুটি অবশ্যই নির্মূল করতে হবে এবং আবু হানিফা ছিলো একটি ত্রুটি।"

হাদীসের মান : সহীহ
সূত্র : তারিখে বাগদাদ ১৫ তম খন্ড, পৃষ্ঠা : ৫৫২
.
326385550_550486353473932_2827362116026780856_n.webp
324194063_497450669206436_5244597582148797212_n.webp
 

Joynal Bin Tofajjal

Student Of Knowledge

Forum Staff
Moderator
Uploader
Exposer
HistoryLover
Salafi User
Threads
344
Comments
479
Reactions
5,164
Credits
3,500
তারিখে বাগদাদ সহ ইমাম আহমাদের বেটা আব্দুল্লাহ রাহিঃ এর আস'সুন্নাহ গ্রন্থেও আবি হানিফা'র রদ্দ রয়েছে।
আমার পার্সোনাল অপিনিওয়ন আবি হানিফা যেহেতু কোনো তাবেঈ ছিলেন না এবং যেহেতু উনার থেকে কোনো সহিহ হাদিসও সাব্যস্ত না সেহেতু ওনাকে ওনার যায়গায় ছেড়ে দেয়াই ভালো আল্লাহু আ'লাম । এবং ইনার ব্যাপারে ওলামাদের মধ্যে যথেষ্ট মতানৈক্য আছে সেহেতু আমি মনে করি রদ্দ বা দিফা! কোনো'টাই দরকার নেই। ব্যাক্তিগত ভাবে তো আর ওনার থেকে ফায়দা নিচ্ছিনা / পাচ্ছিনা ।
 
Top