অন্যান্য সে কী আসলেই ইমামে আজম ? পর্ব ১

  • Thread starter Thread starter আব্দুল্লাহ বারী
  • Start date Start date
  • Thread Author
মনসুর বিন মুজাহিম রহিমাহুল্লাহ বলেছেন, আমি মালিক বিন আনাসকে বলতে শুনেছি যে,

"আবু হানিফা দ্বীনকে নিয়ে ঠাট্টা করেছে এবং যে দ্বীনকে নিয়ে ঠাট্টা করে সে ধর্মহীন (কাফের)।"

হাদীসের মান : সহীহ

মুতরিফ রহিমাহুল্লাহ বলেছেন, আমি ইমাম মালিককে বলতে শুনেছি যে,

"দ্বীন থেকে ত্রুটি অবশ্যই নির্মূল করতে হবে এবং আবু হানিফা ছিলো একটি ত্রুটি।"

হাদীসের মান : সহীহ
সূত্র : তারিখে বাগদাদ ১৫ তম খন্ড, পৃষ্ঠা : ৫৫২
.
326385550_550486353473932_2827362116026780856_n.webp
324194063_497450669206436_5244597582148797212_n.webp
 
তারিখে বাগদাদ সহ ইমাম আহমাদের বেটা আব্দুল্লাহ রাহিঃ এর আস'সুন্নাহ গ্রন্থেও আবি হানিফা'র রদ্দ রয়েছে।
আমার পার্সোনাল অপিনিওয়ন আবি হানিফা যেহেতু কোনো তাবেঈ ছিলেন না এবং যেহেতু উনার থেকে কোনো সহিহ হাদিসও সাব্যস্ত না সেহেতু ওনাকে ওনার যায়গায় ছেড়ে দেয়াই ভালো আল্লাহু আ'লাম । এবং ইনার ব্যাপারে ওলামাদের মধ্যে যথেষ্ট মতানৈক্য আছে সেহেতু আমি মনে করি রদ্দ বা দিফা! কোনো'টাই দরকার নেই। ব্যাক্তিগত ভাবে তো আর ওনার থেকে ফায়দা নিচ্ছিনা / পাচ্ছিনা ।
 
Back
Top