সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

প্রশ্নোত্তর প্রশ্ন: ইমাম যদি রুকূ‘, সিজদা, কিরাআত, তাসবীহ খুব দ্রুত করে তাহলে করণীয় কী?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,134
Comments
4,353
Solutions
1
Reactions
37,496
Credits
24,212
উত্তর : বর্তমান সমাজে যে ছালাত চলছে, তাতে একাগ্রতা নেই বললেই চলে। কোন মুছল্লীর মাঝে ধীরস্থিরতার অনুভূতি ও একাগ্রতার মানসিকতা থাকলেও কিছু কিছু ইমামের কারণে তা অর্জন করতে পারে না। অথচ যে ব্যক্তি ছালাতের রুকূ‘ ও সিজদা পরিপূর্ণরূপে করে না, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে বড় চোর বলেছেন (মুসনাদে আহমাদ, হা/২২৬৯৫; সনদ ছহীহ; মিশকাত, হা/৮৮৫; বঙ্গানুবাদ মিশকাত, হা/৮২৫, ২/২৯৫ পৃ.)। এটা ছালাত কবুল না হওয়ার কারণ (আবূ দাঊদ, হা/৮৫৫, ১/১২৪ পৃ.; সনদ ছহীহ; মুছান্নাফ ইবনে আবী শায়বাহ হা/২৯৬৩; সনদ হাসান)। এছাড়া জনৈক ছাহাবী রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উপস্থিতিতে তিনবার ছালাত আদায় করেন। কিন্তু ছালাত ধীরস্থিরভাবে না হওয়ায় তিনি তিনবারই তাকে বলেন, তুমি ফিরে যাও এবং ছালাত আদায় কর, তুমি ছালাত আদায় করোনি (ছহীহ বুখারী, হা/৭৫৭, ১/১০৪-১০৫, (ইফাবা হা/৭২১, ২/১১০ পৃ.); মিশকাত, হা/৭৯০, ৭৫)। অতএব ইমাম ছাহেবকে বিষয়টি ভালভাবে বুঝিয়ে বলতে হবে। প্রয়োজনে মসজিদ কমিটির সাথে আলোচনা করে ইমামকে পরিবর্তন করার ব্যবস্থা করতে হবে। তবে ইমামের গোঁড়ামি ও অবহেলার কারণে এমনটি হলে মুক্তাদির ছালাত পূর্ণ হয়ে যাবে। আর ইমাম পাপী হবেন (ছহীহ বুখারী, হা/৬৯৪; মিশকাত, হা/১১৩৩)। সূত্র: মাসিক আল-ইখলাছ।
 
Top