- Joined
- Nov 5, 2024
- Threads
- 25
- Comments
- 52
- Reactions
- 314
- Thread Author
- #1
প্রতিটি মুসলিমের জন্যে দরকারি এপস!
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহি হামদান কাছিরন তইয়্যিবান মুবারাকান ফিহ। ওসসালাতু ওয়াসসালাম, ওয়া বারিক আলাইহি মুহাম্মদ। আল্লাহর কাছে অসংখ শুকরিয়া হেদায়তের জন্যে এবং তিনি যেনো হেদায়তের উপরই রাখেন আমাদের কবরের জীবন শুরুর আগ পর্যন্ত।
টিপস এন্ড ট্রিকস সেকশনে @Joynal Bin Tofajjal ভাই এর মেগা পোস্ট গুলার পর আসলে শেয়ার করার মতন রিসোর্স খুবই কম। তবুও আমার ব্যাক্তিগতভাবে ব্যবহার করা এবং জানা কিছু এপস আমি শেয়ার করছি আল্লাহ'র সন্তুস্টির জন্যে। প্রতিটি এপ এর ইনফো এর সাথে ডাউনলোড লিংক দেওয়া থাকবে। নিশ্চয়ই আমাদের কর্ম, ইবাদত, জীবন এবং মরণ শুধুমাত্র আল্লাহ'র জন্যেই।
1. Al Quran [Ad free by GTAF]
আমার ব্যবহার করা সবচেয়ে স্মূথ এবং ফিচারযুক্ত এই কুরআন এপটী। প্রথমত আমি এটা ব্যবহার করি ডিজিটালি আল কুরআন এর অর্থ, তাফসির এবং নোটস এর জন্যে। সবচেয়ে সুন্দর একটা ব্যাপার হল এতে কয়েকটি ট্রান্সলেশন যেমন বাংলা ইংরেজি এবং সাথে কয়েকটি তাফসিরও সিলেক্ট করে রাখতে পারবেন তাদের কম্পারিজন এর জন্যে। আমাদের মধ্যে যাদের কাছে অনেক তাফসির এর হার্ডকপি নেই বা আরবি তাফসীর পরতে পারি না, তাদের জন্যে এটা অনেক গুরুত্বপুর্ন। যেমন আমি ইবন কাছির বাংলা ও ইংরেজি [Abridged], তাফসিরে যাকারিয়া এই ৩টা একসাথে ব্যবহার করি তাফসীর বুঝার জন্যে, চাইলে নিজের ইচ্ছেমতন দরকারি নোট এড করে রাখা যায় তাফসীর ভিউ তে।
এছাড়াও এতে আছে কুরআন প্লানার, রিডিং মোড, পিনিং বুকমার্কিং আয়াত, নোট করার সুবিধা। ফন্ট চেঞ্জ, তাজবীদ স্টাইল, ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ ছাড়াও আরো অনেক সুবিধা। ইছেমত ক্বারির তিলাওয়াত লিস্ট ও আছে শুনার জন্যে। এন্ড্রয়েড আইওএস ছাড়াও এর পিসি ভার্সনও আছে যদিও আমার সেটা ব্যবহার করা হয় না তেমন।
Playstore - Al Quran & Tafsir
Appstore - Al Quran & Tafsir
Windows - Al Quran & Tafsir
2. Hadith Collection [Ad free by GTAF]
IRD ফাউনডেশন এর বাংলা হাদিস এপ অনেকেই হয়তো ব্যবহার করছেন। তবে GTAF এর হাদিস এপটি যারা করেননি তারা অবশ্যই একবার চেক করা উচিৎ। এটা ইংরেজিতে এবং মোটামোটী সব হাদিস গ্রন্থগুলা এখানে আছে। সবগুলা গ্রেডিং (সহিহ, যয়ীফ, হাসান) করা সুন্দরভাবে । আপনি চাইলে নিজের পছন্দের হাদিসগুলা পিন করে আবার ফোল্ডার করে আলাদা বুকমার্ক করে রাখতে পারবেন। এছাড়াও আরো স্প্যাশাল ফিচার হল একই ধরনের হাদিস, কম্পেয়ার ইসনাদ, রাবির নাম এবং শর্ট বায়োগ্রাফি ।
আপনি যে হাদিসটি পড়ছেন তার ন্যারেশন চেইন/সনদ রাবিসহ এবং এরকম অন্যান্য কয়টা হাদিস আছে তা হাদিস এর নিচেই সিমিলার আহাদিথ অপশন এ দেখতে পারবেন। এছাড়াও সিমিলার আহাদিথ এ গেলে ইসনাদও কম্পেয়ার করতে পারবেন চেইন ভিউতে কিভাবে কিভাবে হাদিস গুলা এসেছে। এছারাও বিষয়ভিত্তিক হাদিস বার আছে হোমপেজেই। হাদিস এর চেইন এ গেলে রাবির নামের পাশে ক্লিক করলে তার একটা বর্ননা পাবেন এবং লিংক থাকবে এর থেকি বেশি জানার থাকলে।
Playstore - Hadith collection
Appstore - Hadith collection
Windows - Hadith collection
3. Hafezi Quran [Ad free by IQRA]
প্লে-স্টোরে অনেক অনেক হাফেজি কুরআন এর এপস আছে। অনেক কুরআনের পিডিএফও পাওয়া যায়। এমনকি অনেক এপস পিডিএফ কে কনভার্ট করে এমনভাবে বানায় যাতে ফন্ট এবং পেজ সাইজ এর অনুপাত ঠিক থাকে না, যা দেখতে খারাপ দেখায়।এই ধরনের সমস্যা এতে নেই। অনেক অনেক এপস ট্রাই করার পর এটাকেই আমার গ্ল্যালাক্সি ট্যাব + ফোন এ টেস্ট করে অতন্ত সুন্দরভাবে ব্যবহার করতে পেরেছি। আরো একটা ব্যপার হল এর টাইপেফেসটা খুব সাবলীল এবং সহজ।
আমি যে হাফেজি কুরআন (হার্ড কপি) ব্যবহার করি মুখস্ত এর জন্যে সেটা এবং এটার ফন্ট দুটোই এক । স্ট্যান্ডার্ড ১৫ লাইন হওয়ার কারনে চোখে মানিয়ে নিতে সুবিধা হয়। যদি উসমানী স্ক্রিপ্টস এর মুসহাফ পড়ে অভস্ত্য হোন তাহলে এটা আরো সহজ হবে। আমার জানামতে এর ডেভেলপার ভাই একাই যার সাথে ইমেইলে ডার্কমোড বাগের জন্যে কথা বলে হয়েছিলো। অজ্ঞাত কারনে প্লে-স্টোরে এটা এখন নেই, তাই আমি এক্সটার্নাল লিংক দিচ্ছি।
Hafezi Quran - Download
4. Warsh Quran [Ad free]
সংক্ষেপে আল কুরআনের কিরা'আত নিয়ে যাদের ধারনা আছে তারা জানে প্রচলিত কুরআন ছাড়াও আরো কিছু কিরা'আত আছে এবং আমরা যে হাফস তিলাওয়াত শিখি এটা কিন্তু একসময় এত পপুলার ছিলো না। এ নিয়ে আরেকটি পোস্ট করার ইচ্ছে আছে। তাই এখানে শুধু এইটুকুনই যে, ওয়ার্শ এর রিওয়াআ যদি কৌতুহল বশত একটু পড়ার ইচ্ছে হয় এটা ট্রাই করতে পারেন, তবে যাদের ওয়ার্শ স্ক্রিপ্ট নিয়ে ধারণা নেই তাদের শুরুতে একটু ধাঁধা লাগতে পারে। উদাহারণ হিসেবে, শব্দের শেষ নুন এ নোকতা নেই, ফা এর নুকতা নিচে, ক্কফ এর নুকতা দুটোর বদলে একটা।
Warsh Quran - Download
5. Duya & Ruqya
IRD Foundation এর আল হাদিস এপটা অনেক ভালো যা ইতিমধেয় শেয়ার করা হয়েছে ফোরামে। তবে তাদের এই দোয়া এপটিও অন্যতম। এই এপটাও সবার কালেকশনে থাকা উচিৎ। এতে বিষয়ভিত্তিক দোয়ার সাথে রেফারেন্স এবং অনেক সময় ব্যাখ্যা দেওয়া থাকে। এছাড়াও রুকয়ার জন্যে আলাদে করে অধ্যায় ভাগ করে দেওয়া আছে। এটা আসলে বিখ্যাত হিসনুল মুসলিম এর আদলে বানানো।
এছাড়াও GTAF এর হিসনুল মুসলিম বাংলা এবং ইংরেজি ২টা সিমিলার এপ আছে। এসব এপ গুলার ইন্টারফেস অনেক স্মুথ এবং কোনো এড না থাকায় ব্যবহার করার জন্যে খুব উপযোগি। তবে IRD এর টায় আলাদা রুকয়া সেকশন থাকায় এক্সটা রুকীয়ার জন্যে কোনো কিছু ব্যবহার করতে হবে না।
Playstore - Duya & Ruqya
Appstore - Duya & Ruqya
6. Muslims Day [Ad Free]
নামাজের সময়সুচির জন্যে অনেক এপ আছে যেমন Ipray , Sadiq । আমার জানা অনেকগুলা ট্রাই করার পর আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে। এতে GPS সেট করে সুধু লোকেশন নয়, নিকটবর্তি মসজিদও দেখার অপশন যুক্ত করা হয়েছে মেন্যুতে। এতে নামাজের নিষিদ্ধ সময়, আসর টাইম ক্যালকুলেট করার পদ্ধতি, বাংলা ও আরবি ডেট ক্যালেন্ডার, কিবলা নির্ধারন কম্পাস এবং অনেক কিছু কোনটা কেন FAQ তে ব্যাখ্যাও দেওয়া আছে।
এছাড়াও এতে ইফতার এবং তাহাজ্জুদের সময়সূচীও দেয়া আছে যা অত্যন্ত ভালো একটা ফিচার।
Playstore - Muslims Day
7. The clear Quran Dictionary [Ad Free with some limits]
The Clear Quran by Mustafa Khattab যারা পড়েছেন তারা জানেন এটা খুব সহজ সুন্দর একটা ট্রান্সলেশন ইংরেজিতে। তিনি কুরআন এর জন্যে একটা ডিকশনারি বুক বের করেছিলেন যা খুবই সুন্দর (অনলাইনে খুজে পাইনি অনেক চেস্টা করেও)। ঠিক ওটার একটা এপ ভার্সন বলা যায়। ইসম, ফি'ল, হারফ এগুলা আলাদা করে লিস্ট করে রুট, মিনিং এবং কুরআনের কন্টেক্স/আয়াত দেওয়া আছে। মুখস্ত হলে প্রতিটা শব্দের উপরে ডানদিকে টিক দেওয়ার অপশন আছে যাতে ট্র্যাক রাখা যায় কি কি মুখস্ত করা হয়েছে।
এটা শুধুই কুরআনের ২০০০ এর মতন শব্দগুলা নিয়ে গড়া। আমি এতার মোড ভার্সনটা ব্যাবহার করি যাতে ১০টি শব্দ ডেইলি লিমিট।
Playstore - TCQ
Mod version - download
8. Deen Quiz [Ad Free]
ইসলামি জ্ঞানের উপর হাজারো প্রশ্ন দিয়ে বানানো সুন্দর একটা কুইজ এপ। খেলার চলে অবসরে নিজের জ্ঞান যাচাই করার সাথে সাথে জানাও হবে। ট্রাই করে দেখতে পারেন।
playstore - Deen Quiz
Appstore - Deen Quiz
অত্যন্ত সময়সাপেক্ষ হওয়ায় আপাতত এইগুলাই থাকলো। পরবর্তিতে চেস্টা করবো আরো উপকারি এপস এড করার জন্যে ইনশা'আল্লাহ। যদি একজন দীনি ভাই-বোনও এ থেকে উপকৃত হোন, এতেই আলহামদুলিল্লাহ। কোনো লিংক কাজ না করলে কমেন্ট করে জানাবেন। অথবা আপনার জানা ভালো কোনো এপসও কমেন্টে শেয়ার করতে পারেন। রিসোর্সহেভি হয়ে যাবে তাই আমি এপস গুলার ছবি দেওয়া থেকে বিরত থাকলাম।
আল্লাহ আমাদের জ্ঞান বৃদ্ধি করুন এবং জ্ঞানের সঠিক ব্যবহার করার তাওফিক দিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়াবিহামদিকা ওয়া আসতাগফিরুকা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আ'বদুহু ওয়া রসুলুহু (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)।