পশুরা কেন এক জন আলিমের জন্য ইস্তিগফার করে?
ক. এটি মূলতঃ এক জন আলিমের জন্য আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে এক ধরনের বিশেষ সম্মান। যেহেতু, তিনি মানুষকে আল্লাহ্ তা'আলার নাযিলকৃত শরীয়তই শিখাচ্ছেন।
খ. এক জন আলিম মূলতঃ পশুদেরও উপকার করেন। কারণ, তিনি মানুষকে পশুর প্রতিও দয়া করতে আদেশ করেন। তিনি বলেন: রাসূল (ﷺ) ইরশাদ করেন :
“তোমরা যখন কাউকে হত্যা করো তখন তাকে সুন্দরভাবেই হত্যা করবে। আর যখন তোমরা কোন পশুকে যবাই করো তখন তাকে সুন্দরভাবেই যবাই করবে”। - (মুসলিম ১৯৫৫)
মূলতঃ এক জন আলিম নিজ দায়িত্বেই পশু সংক্রান্ত সকল বিধি- বিধান মানুষকে জানিয়ে দেন। আর পশুর প্রতি তাঁদের এ সদাচরণ ও দয়ার দরুনই আল্লাহ্ তা'আলা পশুর অন্তরে তাঁদের জন্য তাঁর নিকট ক্ষমা চাওয়ার মানসিকতা ঢুকিয়ে দেন।
রাসূল (ﷺ) এর বাণী :
“এক জন আলিমের সম্মান ও মর্যাদা এক জন ইবাদাতকারীর উপর যেমন চাঁদের মর্যাদা অন্যান্য গ্রহ-নক্ষত্রের উপর”। - (তিরমিযী ২৬৮২ সা'হী'হুত-তারগীবি ওয়াত-তারহীব : ৭০)
ক্বাযী ‘ইয়ায (রাহিমাহুল্লাহ্) বলেন: রাসূল (ﷺ) উক্ত হাদীসে এক জন আলিমকে চাঁদের সাথে আর এক জন ইবাদাতকারীকে অন্যান্য গ্রহ- নক্ষত্রের সাথে তুলনা করেছেন। কারণ, এক জন ইবাদাতকারীর ইবাদাতের পরিপূর্ণতা ও আলো তাকে অতিক্রম করে আর সামনে অগ্রসর হয় না। অথচ এক জন আলিমের আলো তাঁকে অতিক্রম করে আরো দূর বহু দূর চলে যায়। - (তুহফাতুল আহওয়াযী: ৬/৪৮১)
ক. এটি মূলতঃ এক জন আলিমের জন্য আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে এক ধরনের বিশেষ সম্মান। যেহেতু, তিনি মানুষকে আল্লাহ্ তা'আলার নাযিলকৃত শরীয়তই শিখাচ্ছেন।
খ. এক জন আলিম মূলতঃ পশুদেরও উপকার করেন। কারণ, তিনি মানুষকে পশুর প্রতিও দয়া করতে আদেশ করেন। তিনি বলেন: রাসূল (ﷺ) ইরশাদ করেন :
فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ، وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوْا الذَّبْحَةَ
“তোমরা যখন কাউকে হত্যা করো তখন তাকে সুন্দরভাবেই হত্যা করবে। আর যখন তোমরা কোন পশুকে যবাই করো তখন তাকে সুন্দরভাবেই যবাই করবে”। - (মুসলিম ১৯৫৫)
মূলতঃ এক জন আলিম নিজ দায়িত্বেই পশু সংক্রান্ত সকল বিধি- বিধান মানুষকে জানিয়ে দেন। আর পশুর প্রতি তাঁদের এ সদাচরণ ও দয়ার দরুনই আল্লাহ্ তা'আলা পশুর অন্তরে তাঁদের জন্য তাঁর নিকট ক্ষমা চাওয়ার মানসিকতা ঢুকিয়ে দেন।
রাসূল (ﷺ) এর বাণী :
وَفَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ
“এক জন আলিমের সম্মান ও মর্যাদা এক জন ইবাদাতকারীর উপর যেমন চাঁদের মর্যাদা অন্যান্য গ্রহ-নক্ষত্রের উপর”। - (তিরমিযী ২৬৮২ সা'হী'হুত-তারগীবি ওয়াত-তারহীব : ৭০)
ক্বাযী ‘ইয়ায (রাহিমাহুল্লাহ্) বলেন: রাসূল (ﷺ) উক্ত হাদীসে এক জন আলিমকে চাঁদের সাথে আর এক জন ইবাদাতকারীকে অন্যান্য গ্রহ- নক্ষত্রের সাথে তুলনা করেছেন। কারণ, এক জন ইবাদাতকারীর ইবাদাতের পরিপূর্ণতা ও আলো তাকে অতিক্রম করে আর সামনে অগ্রসর হয় না। অথচ এক জন আলিমের আলো তাঁকে অতিক্রম করে আরো দূর বহু দূর চলে যায়। - (তুহফাতুল আহওয়াযী: ৬/৪৮১)
মরেও অমর হওয়ার প্রচেষ্টা - PDF
শাইখ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ
শাইখ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ