সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

প্রশ্নোত্তর নিফাস সংক্রান্ত প্রচলিত কিছু কুপ্রথা – ১৩৮. নিফাস সংক্রান্ত কু-প্রথাগুলো কী কী?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,136
Comments
4,353
Solutions
1
Reactions
37,509
Credits
24,212
জ্ঞানবিজ্ঞানের এ যুগে কোন কোন এলাকায় বিভিন্ন ধরনের কুপ্রথার প্রচলন আজও আছে, যেগুলো কোন ভিত্তি নেই। কুরআন হাদীসে যা করতে বলা হয়নি এমন খামাখা কিছু কুসংস্কার কেউ কেউ মেনে চলছে। এসব বিভ্রান্ত আকীদা বর্জন করুন, অন্যদেরকও বিরত রাখুন। এ জাতীয় কিছু গোমরাহী কাজের বিবরণ নিচে তুলে ধরা হলো:

১. জিন ভুত থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরের দরজা বা অন্য কোথাও ঝাড়ু, গরুর হাড়/হাড্ডি, কাটা বা লোহালঙ্কর ঝুলিয়ে রাখা।
২. জিন ভুত শিশুকে চুরি করে নিয়ে যাবে এ ভয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে রাখা।
৩. শিশুর আকীকা না করা পর্যন্ত শিশুর মাকে কূপের দড়ি, বালতি, হাড়িপাতিল ইত্যাদি ধরতে বা ব্যবহার করতে না দেওয়া।
৪. গোসল না করিয়ে কাউকে আতুড় ঘরে ঢুকতে না দেওয়া।
৫. যে ঘরে সন্তান প্রসব হয়েছে সে ঘরে কোন বীজ বা শস্যদানা থাকলে সে বীজ বপন করা যায় না বলে ধারণা করা ইত্যাদি নানা প্রকার কুসংস্কার কমবেশি বিভিন্ন এলাকায় পরিলক্ষিত হয়। এগুলো কক্ষণো বিশ্বাস করবেন না। করলে কবীরা গোনাহ হবে ।

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
 
Top