Knowledge Sharer
ilm Seeker
Uploader
Salafi User
- Joined
- Jan 12, 2023
- Threads
- 864
- Comments
- 1,113
- Solutions
- 20
- Reactions
- 13,043
- Thread Author
- #1
হজ্জ বা উমরাহ ছাড়া নারীদের মাথার চুল কাটাকে বিদ্বানগণ মাকরূহ বলেছেন। হাম্বলী মাযহাবে এটিই প্রসিদ্ধ মত। কোনো কোনো বিদ্বান এটিকে স্পষ্ট হারাম বলেছেন। আবার কেউ কেউ শর্ত সাপেক্ষে বৈধ বলেছেন। শর্ত হলো- চুল এমনভাবে কাটবে, যাতে অমুসলিম নারীদের অথবা পুরুষদের সাদৃশ্যপূর্ণ না হয়। পুরুষদের সাদৃশ্য অবলম্বন করা নারীদের জন্য হারাম, বরং কাবীরা গুনাহের অন্তর্ভুক্ত। কেননা পুরুষের বেশধারী নারীকে এবং নারীর বেশধারী পুরুষকে আল্লাহর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন।
অতএব, কোনো নারী যদি তার মাথার আকৃতি পুরুষের মাথার অনুরূপ করে, তাহলে সে অভিশপ্তদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আল্লাহর রহমত থেকে বিতাড়িত হবে।
অন্যদিকে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন সম্পর্কে রাসূল (ﷺ) বলেছেন, 'যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করল, সে তাদেরই অন্তর্ভুক্ত হলো'।
অতএব, সামনের দিক থেকে হোক বা পিছনের দিক থেকে হোক নারীরা যেন কোনোক্রমেই মাথার চুল না কাটে। আমাদের নারী সমাজ বাইরের দেশ থেকে আসা ভালোমন্দ প্রত্যেক রীতিকে গ্রহণ করবে, এটি আমি ভালো মনে করি না। আমরা যদি এতই উদার হই যে, বাইরের সবকিছু গ্রহণ করব, তাহলে এর পরিণতি হবে ভয়াবহ। দেখা যাবে, অন্যান্য জায়গার মতো আমাদের নারীরাও মুখ খোলা রেখে নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বেড়াচ্ছে, যেটি শরীআতে হারাম।
অতএব, কোনো নারী যদি তার মাথার আকৃতি পুরুষের মাথার অনুরূপ করে, তাহলে সে অভিশপ্তদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আল্লাহর রহমত থেকে বিতাড়িত হবে।
অন্যদিকে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন সম্পর্কে রাসূল (ﷺ) বলেছেন, 'যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করল, সে তাদেরই অন্তর্ভুক্ত হলো'।
অতএব, সামনের দিক থেকে হোক বা পিছনের দিক থেকে হোক নারীরা যেন কোনোক্রমেই মাথার চুল না কাটে। আমাদের নারী সমাজ বাইরের দেশ থেকে আসা ভালোমন্দ প্রত্যেক রীতিকে গ্রহণ করবে, এটি আমি ভালো মনে করি না। আমরা যদি এতই উদার হই যে, বাইরের সবকিছু গ্রহণ করব, তাহলে এর পরিণতি হবে ভয়াবহ। দেখা যাবে, অন্যান্য জায়গার মতো আমাদের নারীরাও মুখ খোলা রেখে নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বেড়াচ্ছে, যেটি শরীআতে হারাম।
মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
নারীরা যদি হজ্জ বা উমরাহ করে তাদের মাথার চুল কাটে, তাহলে সেটি ইবাদত হিসেবে গণ্য হবে এবং ছওয়াবও লাভ করবে। কেননা নারীরা হজ্জ বা উমরাহ করলে আঙুলের অগ্রভাগ পরিমাণ প্রত্যেকটি চুল কাটা অপরিহার্য হয়ে যায়। কিন্তু হজ্জ বা উমরাহ ছাড়া কোনো নারী যদি এমনভাবে চুল ছোট করে, যাতে পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ হয়, তাহলে এটি হারাম এবং কাবীরা গুনাহের অন্তর্ভুক্ত। কারণ, পুরুষের বেশধারী নারীকে এবং নারীর বেশধারী পুরুষকে আল্লাহর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন।
তবে কোনো নারী যদি তার মাথার চুল কোনো এক পাশ থেকে সামান্য কাটে, যাতে তার মাথার আকৃতির কোনো পরিবর্তন না হয়, তাহলে হাম্বলী মাযহাবের ফকীহগণ এটিকে মাকরূহ বলে সাব্যস্ত...
তবে কোনো নারী যদি তার মাথার চুল কোনো এক পাশ থেকে সামান্য কাটে, যাতে তার মাথার আকৃতির কোনো পরিবর্তন না হয়, তাহলে হাম্বলী মাযহাবের ফকীহগণ এটিকে মাকরূহ বলে সাব্যস্ত...
- Abu Abdullah
- Replies: 0
- Forum: মহিলা অঙ্গন
Last edited: