Knowledge Sharer
ilm Seeker
Uploader
Salafi User
- Joined
- Jan 12, 2023
- Threads
- 864
- Comments
- 1,113
- Solutions
- 20
- Reactions
- 13,054
- Thread Author
- #1
প্রশ্ন: নারীরা রূপসজ্জার জন্য যে সমস্ত পদ্ধতি অবলম্বন করে, তার মধ্যে একটি হলো, মাথায় খোঁপা ব্যবহার করা, যাতে চুলগুলো মাথার উপরে সুন্দরভাবে বাঁধা থাকে। শরীআতের দৃষ্টিতে এর হুকুম কী?
উত্তর: চুল যদি মাথার উপরে উঁচু করে বাঁধা থাকে, তাহলে শরীআতে এটি সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ রাসূল (ﷺ) বলেছেন, 'জাহান্নামীদের মধ্যে দুই শ্রেণির মানুষকে আমি এখনো বাস্তবে দেখিনি।
১. ঐ সমস্ত মানুষ, যাদের নিকট গরুর লেজের মতো চাবুক থাকবে। তারা এর দ্বারা লোকজনকে অন্যায়ভাবে প্রহার করবে।
২. ঐ সমস্ত মহিলা, যারা পোশাক পরা সত্ত্বেও তাদের নগ্নতা প্রকাশ পায়, আকর্ষণকারিণী ও আকৃষ্টা। যাদের মাথার খোঁপা বুখতী উটের উঁচু কুঁজের ন্যায়। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি এত এত দূরত্ব থেকে পাওয়া যায়'।
অতএব, চুল যদি মাথার উপরে উঁচু হয়ে থাকে, তাহলে এটি নিষেধ। আর যদি ঘাড়ের উপরে ঝুলানো থাকে, তাহলে কোনো সমস্যা নেই। তবে এভাবে বাজারে বের হওয়া যাবে না। কারণ, তখন এটি নিষিদ্ধ সৌন্দর্য প্রদর্শনের )تبرج( অন্তর্ভুক্ত হবে। এ অবস্থায় বোরকার অন্তরালে চুলের আলামত প্রকাশিত হয়। যে কারণে এটি সৌন্দর্য প্রদর্শন ও ফেতনা সৃষ্টির কারণ হতে পারে।
উত্তর: চুল যদি মাথার উপরে উঁচু করে বাঁধা থাকে, তাহলে শরীআতে এটি সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ রাসূল (ﷺ) বলেছেন, 'জাহান্নামীদের মধ্যে দুই শ্রেণির মানুষকে আমি এখনো বাস্তবে দেখিনি।
১. ঐ সমস্ত মানুষ, যাদের নিকট গরুর লেজের মতো চাবুক থাকবে। তারা এর দ্বারা লোকজনকে অন্যায়ভাবে প্রহার করবে।
২. ঐ সমস্ত মহিলা, যারা পোশাক পরা সত্ত্বেও তাদের নগ্নতা প্রকাশ পায়, আকর্ষণকারিণী ও আকৃষ্টা। যাদের মাথার খোঁপা বুখতী উটের উঁচু কুঁজের ন্যায়। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি এত এত দূরত্ব থেকে পাওয়া যায়'।
অতএব, চুল যদি মাথার উপরে উঁচু হয়ে থাকে, তাহলে এটি নিষেধ। আর যদি ঘাড়ের উপরে ঝুলানো থাকে, তাহলে কোনো সমস্যা নেই। তবে এভাবে বাজারে বের হওয়া যাবে না। কারণ, তখন এটি নিষিদ্ধ সৌন্দর্য প্রদর্শনের )تبرج( অন্তর্ভুক্ত হবে। এ অবস্থায় বোরকার অন্তরালে চুলের আলামত প্রকাশিত হয়। যে কারণে এটি সৌন্দর্য প্রদর্শন ও ফেতনা সৃষ্টির কারণ হতে পারে।
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
উক্ত মাসআলাটির দুটি দিক রয়েছে: প্রথমত, যদি সম্পূর্ণ উপড়িয়ে ফেলে, তাহলে সেটি হারাম এবং কাবীরা গুনাহের অন্তর্ভুক্ত। কারণ, ভ্রুর চুল উৎপাটনকারীকে আল্লাহর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন। দ্বিতীয়ত, যদি হালকা করার জন্য ছাঁটে, তাহলে সে অভিশপ্তদের অন্তর্ভুক্ত হবে কিনা সে বিষয়ে বিদ্বানদের মধ্যে মতভেদ রয়েছে। তবে উত্তম হলো, না ছাঁটা।
তবে যদি কোনো নারীর অস্বাভাবিক কোনো জায়গায় চুল গজায়, যেমন: কোনো নারীর যদি গোঁফ অথবা দাড়ি গজায়, তাহলে সেটি উৎপাটন করতে কোনো বাধা নেই। কারণ, দাড়ি বা গোঁফ নারীদের জন্য স্বাভাবিক নয়, বরং তাদের সৌন্দর্য বিকৃত করে।
ভ্রু সাধারণত পাতলা হয়, আবার ঘনও হয়। সুতরাং যে জিনিসটি সচরাচর দেখা...
তবে যদি কোনো নারীর অস্বাভাবিক কোনো জায়গায় চুল গজায়, যেমন: কোনো নারীর যদি গোঁফ অথবা দাড়ি গজায়, তাহলে সেটি উৎপাটন করতে কোনো বাধা নেই। কারণ, দাড়ি বা গোঁফ নারীদের জন্য স্বাভাবিক নয়, বরং তাদের সৌন্দর্য বিকৃত করে।
ভ্রু সাধারণত পাতলা হয়, আবার ঘনও হয়। সুতরাং যে জিনিসটি সচরাচর দেখা...
- Abu Abdullah
- Replies: 0
- Forum: মহিলা অঙ্গন
Last edited: