নামাজ পড়া শেষ হওয়ার পর কারো যদি সে নামাজের রাকাত সংখ্যার বিষয়ে সন্দেহ হয় এবং নিশ্চিত না হয়, তাহলে এই সন্দেহের প্রতি পরোয়া করার প্রয়োজন নেই। – সৌদি সর্বোচ্চ উলামা পরিষদ ও স্থায়ী ফতোয়া কমিটির সাবেক সদস্য ইমাম ইবনে উসাইমীন, ফাতাওয়া খণ্ড. ১৪, পৃ. ৯০