Salafi
Salafi User
- Joined
- Oct 12, 2024
- Threads
- 46
- Comments
- 76
- Reactions
- 493
- Thread Author
- #1
হাদিসের বর্ণনা অনুযায়ী:
আবদুল্লাহ ইবনু মাসলামা (রহঃ) ... রিফা’আ ইবনু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন:
একবার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করছিলাম। তিনি যখন রুকু থেকে মাথা তুলে বললেন:
سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ
এরপর পিছন থেকে সাহাবী আবদুল্লাহ ইবনু মাসলামা (রহঃ) বললেন:
رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, “কে এরূপ বলেছে?”
সাহাবী বললেন, “আমি।”
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন:
“আমি দেখলাম ত্রিশের বেশি ফেরেশতা সেই সওয়াব কে আগে লিখবেন তা নিয়ে প্রতিযোগিতা করছে।”
সূত্র: সহীহ বুখারী ৭৬৩, রিফা’আ ইবনু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিত
শিক্ষা: নামাজের ক্ষুদ্র মুহূর্তেও খাঁটি প্রশংসা আল্লাহর নৈকট্য ও বিশাল সওয়াবের কারণ।
আবদুল্লাহ ইবনু মাসলামা (রহঃ) ... রিফা’আ ইবনু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন:
একবার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করছিলাম। তিনি যখন রুকু থেকে মাথা তুলে বললেন:
سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ
এরপর পিছন থেকে সাহাবী আবদুল্লাহ ইবনু মাসলামা (রহঃ) বললেন:
رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, “কে এরূপ বলেছে?”
সাহাবী বললেন, “আমি।”
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন:
“আমি দেখলাম ত্রিশের বেশি ফেরেশতা সেই সওয়াব কে আগে লিখবেন তা নিয়ে প্রতিযোগিতা করছে।”
সূত্র: সহীহ বুখারী ৭৬৩, রিফা’আ ইবনু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিত
শিক্ষা: নামাজের ক্ষুদ্র মুহূর্তেও খাঁটি প্রশংসা আল্লাহর নৈকট্য ও বিশাল সওয়াবের কারণ।