সালাত ঈদের নামাজের হুকুম

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,103
Comments
1,294
Solutions
1
Reactions
12,187
ঈদের নামাজের হুকুম সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে । এ বিষয়ে আলেমদের তিনটি দৃষ্টিভঙ্গি রয়েছে :

১) ইমাম মালিক [রহ.] এবং ইমাম শাফেঈ [রহ.] এর মতে; ঈদের নামায সুন্নাতে মু'আক্কাদা।

২) ইমাম আহমদ [রহঃ] এর মতে; ঈদের নামায ফরযে কিফায়া।

৩) ইমাম আবু হানিফা [রহঃ], শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া [রহঃ] এবং আল-শাওকানী [রহঃ] এর মতে; ঈদের নামায ওয়াজিব।

[আল-মাজমু' ৫/৫; আল-মুগনি ৩/২৫৩; আল-ইনসাফ, ৫/৩১৬; আল-ইখতিয়ারাত, পৃ. ৮২]

• শাইখ ইবনে উসাইমিন [রহঃ] বলেন; “প্রমাণের ভিত্তিতে আমার দৃষ্টিতে যা সঠিক বলে মনে হয় তা হল, ঈদের নামায ফরযে আইন এবং ওজর থাকা ব্যক্তিদের বাদ দিয়ে প্রতিটি পুরুষের জন্য ঈদের নামাজে উপস্থিত হওয়া বাধ্যতামূলক।” [মাজমু আল-ফাতাওয়ায় : ১৬/২১৭]

• শাইখ ইবনে বায [রহঃ] বলেছেন; “আমার কাছে প্রমাণের ভিত্তিতে ঈদের নামায ফরযে আইন হওয়ার দৃষ্টিভঙ্গি সঠিক হওয়ার সম্ভাবনাই বেশি।” [মাজমু' আল-ফাতাওয়া : ১৩/৭]
 
Similar threads Most view View more
Back
Top