- Joined
- Jan 3, 2023
- Threads
- 774
- Comments
- 924
- Reactions
- 8,172
- Thread Author
- #1
১. ইবনু আতা (রহিমাহুল্লাহ) নম্রতা সম্পর্কে বলেন,
‘যে কোন ব্যক্তি থেকে সত্যকে গ্রহণ করা। সম্মান হল নম্রতায়। যে ব্যক্তি অহংকারে সম্মান তালাশ করবে, তা হবে আগুন থেকে পানি সন্ধানতুল্য।’ — মাদারিজুস সালেকীন, ২/৩১৪ পৃ.
২. আবূ যায়েদ বিসত্বামী (রহিমাহুল্লাহ) বলেন,
‘নম্রতা হল নিজের জন্য কোন বিশেষ অবস্থান মনে না করা এবং সৃষ্টি জগতে নিজের চেয়ে অন্যকে মর্যাদা ও অবস্থানে নিকৃষ্ট মনে না করা।’ — মাদারিজুস সালেকীন, ২/৩১৪ পৃ.
৩. ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক (রহিমাহুল্লাহ) বলেন,
‘বিনয় ও নম্রতার মূল হল, তুমি তোমার দুনিয়ার নেয়ামতের ক্ষেত্রে নিজেকে তোমার নীচের স্তরের লোকদের সাথে রাখ, যাতে তুমি তাকে বুঝাতে পার যে, তোমার দুনিয়া নিয়ে তুমি তার চেয়ে মর্যাদাবান নও। আর নিজেকে উঁচু করে দেখাবে তোমার চেয়ে দুনিয়াবী নেয়ামত নিয়ে উঁচু ব্যক্তির নিকট, যাতে তুমি তাকে বুঝাতে পার যে, দুনিয়া নিয়ে সে তোমার উপর মর্যাদাবান নয়।’ — ইবনু আবিদ দুনিয়া, আত তওয়াযু ওয়াল খামূল, পৃ. ১৬৫
৪. ইমাম সুফিয়ান ছাওরী (রহিমাহুল্লাহ) তাঁর শিষ্যদের বলেন,
‘তোমরা কি জানো যে, নম্রতা কি? তারা বলল, আপনি বলুন, হে আবূ মুহাম্মাদ! তিনি বললেন, প্রত্যেক বিষয়কে যথাস্থানে রাখা। কঠোরতাকে স্বস্থানে, নম্রতাকে তার স্থানে, তরবারীকে যথাস্থানে এবং চাবুককে তার স্থানে রাখা।’ — ফায়যুল কাদীর, ৪/৭৩ পৃ.
— তাওহীদের ডাক, নভেম্বর-ডিসেম্বর ২০১৯
‘যে কোন ব্যক্তি থেকে সত্যকে গ্রহণ করা। সম্মান হল নম্রতায়। যে ব্যক্তি অহংকারে সম্মান তালাশ করবে, তা হবে আগুন থেকে পানি সন্ধানতুল্য।’ — মাদারিজুস সালেকীন, ২/৩১৪ পৃ.
২. আবূ যায়েদ বিসত্বামী (রহিমাহুল্লাহ) বলেন,
‘নম্রতা হল নিজের জন্য কোন বিশেষ অবস্থান মনে না করা এবং সৃষ্টি জগতে নিজের চেয়ে অন্যকে মর্যাদা ও অবস্থানে নিকৃষ্ট মনে না করা।’ — মাদারিজুস সালেকীন, ২/৩১৪ পৃ.
৩. ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক (রহিমাহুল্লাহ) বলেন,
‘বিনয় ও নম্রতার মূল হল, তুমি তোমার দুনিয়ার নেয়ামতের ক্ষেত্রে নিজেকে তোমার নীচের স্তরের লোকদের সাথে রাখ, যাতে তুমি তাকে বুঝাতে পার যে, তোমার দুনিয়া নিয়ে তুমি তার চেয়ে মর্যাদাবান নও। আর নিজেকে উঁচু করে দেখাবে তোমার চেয়ে দুনিয়াবী নেয়ামত নিয়ে উঁচু ব্যক্তির নিকট, যাতে তুমি তাকে বুঝাতে পার যে, দুনিয়া নিয়ে সে তোমার উপর মর্যাদাবান নয়।’ — ইবনু আবিদ দুনিয়া, আত তওয়াযু ওয়াল খামূল, পৃ. ১৬৫
৪. ইমাম সুফিয়ান ছাওরী (রহিমাহুল্লাহ) তাঁর শিষ্যদের বলেন,
‘তোমরা কি জানো যে, নম্রতা কি? তারা বলল, আপনি বলুন, হে আবূ মুহাম্মাদ! তিনি বললেন, প্রত্যেক বিষয়কে যথাস্থানে রাখা। কঠোরতাকে স্বস্থানে, নম্রতাকে তার স্থানে, তরবারীকে যথাস্থানে এবং চাবুককে তার স্থানে রাখা।’ — ফায়যুল কাদীর, ৪/৭৩ পৃ.
— তাওহীদের ডাক, নভেম্বর-ডিসেম্বর ২০১৯
Last edited: