নবীজি ﷺ এর সম্মানে কুকুরের অলৌকিক প্রতিশোধ

Joined
Jun 16, 2023
Threads
70
Comments
97
Reactions
1,067
মঙ্গোল শাসনামলে কেন ৪০ হাজার মানুষ একত্রে ইসলাম গ্রহণ করেছিল?

নবীজির অবমাননাকারীর শাস্তির কাহিনী ও নবী মুহাম্মদের সম্মান রক্ষায় কুকুরের অলৌকিক ঘটনা:

ইমাম যাহাবী (রাহিমাহুল্লাহ) তার কিতাব এ নবীর ﷺ প্রতি সম্মান দেখানো কুকুরের ঐতিহাসিক ঘটনাটি বর্ণনা করেছেন,:

আলী বিন মারযূক বিন আবিল হাসান. তিনি ছিকাহ আলেম ব্যবসায়ী যাইনুদ্দীন আবুল হাসান আর-রাবেয়ী আস-সালামী আল-মাউসুলী.

তিনি ৬৫০ হিজরিতে (১২৫২ খ্রিস্টাব্দ) জন্মগ্রহণ করেন। সমুদ্রপথে বাণিজ্য করতে গিয়ে তিনি নানাবিধ অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করেছিলেন। তিনি প্রজ্ঞাবান, বুদ্ধিমান, সাহসী, ধার্মিক ও দূরদর্শিতার অধিকারী ছিলেন এবং সত্তর বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন।

আলী যাইন আলী ইবন মারযূক আমাদের শায়েখ তাকীউদ্দীন আল-মানাসাতীর উপস্থিতিতে বর্ণনা করেন যে, তিনি শেখ জামালুদ্দীন ইবরাহীম বিন মুহাম্মদ আত-তাইয়্যিবি (ইবনুল ওয়াসিলী)-কে কিছু জনসমাগমের উপস্থিতিতে বলতে শুনেছেন—
"আমি হুলাকু খান ও আবাগা খানের শাসনামলে সানজাক খাজিনদারের (হুলাকু পরিবারের তত্ত্বাবধায়ক) কাছে উপস্থিত ছিলাম। তিনি মঙ্গোলদের মধ্যে যেসব ব্যক্তি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, তাদের একজন ছিলেন। সে সময় আবাগা খানের শাসনের প্রারম্ভে আমরা তার সৈনশিবিরে ছিলাম। এক তুষারময় দিনে তার সাথে কিছু মঙ্গোল নেতা ও প্রখ্যাত খ্রিস্টান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এক উচ্চপদস্থ খ্রিস্টান হঠাৎ বলে উঠলেন, 'মুহাম্মদ (সা.) আসলে কে ছিলেন? তিনি তো একজন মেষপালক ছিলেন! ক্ষুধার্ত আরবদেরকে অর্থ দিয়ে প্রলোভিত করে নিজেকে অর্থবিমুখ দেখিয়ে তাদেরকে নিজের অনুসারী বানিয়েছিলেন।' এভাবে সে নবীজির প্রতি অবমাননাকার মন্তব্য করতে থাকে।

সেখানে সানজাকের একটি প্রিয় শিকারী কুকুর সোনার শিকল দিয়ে বাঁধা ছিল। হঠাৎ সেই কুকুরটি উঠে দাঁড়িয়ে তার শিকল ছিঁড়ে খ্রিস্টান ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে আঁচড়ে রক্তাক্ত করে ফেললো। উপস্থিত লোকেরা কুকুরটিকে সরিয়ে পুনরায় শিকলে বেঁধে ফেলে। উপস্থিত কেউ কেউ বলল, 'এটি নবীজির প্রতি তোমার কটূক্তির ফল!' খ্রিস্টান জবাব দিল, 'তোমরা মনে করো মুহাম্মদের সমালোচনার কারণে আমার এমন হাল হয়েছে? না, বরং এই কুকুরটির অহংকারী স্বভাবের। আমার হাতের ইশারায় সে ভেবেছে আমি তাকে মারতে চাই, তাই ঝাঁপিয়ে পড়েছে!'

এরপর সে আবার নবীজির প্রতি কটাক্ষ করতে শুরু করল। এবার কুকুরটি আবার শিকল ছিন্ন করে ঝাঁপিয়ে পড়ে তাকে জবাই করে! আল্লাহর কসম! আমি নিজ চোখে দেখলাম, কুকুরটি তার গলা কামড়ে টান দিলে সেই নরাধমের মৃত্যু ঘটে। এই অলৌকিক ঘটনার পর প্রায় চল্লিশ হাজার মঙ্গোল ইসলাম গ্রহণ করে। এ ঘটনাটি তখন ব্যাপকভাবে প্রচারিত হয়।"

‌‌علي بن مرزوق بن أبي الحسن الثقة العالم زين الدين أبو الحسن الربعي السلامي الموصلي التاجر
ولد سنة خمسين وست مائة.

وركب البحار للتجارة ورأى العجائب، وكان ذا رأي، وعقل، وشجاعة، وديانة، وعاش سبعين سنة.
حدثنا الزين علي بن مرزوق، بحضرة شيخنا تقي الدين المنصاتي، سمعت الشيخ جمال الدين إبراهيم بن محمد الطيبي ابن الواصلي يقول في ملإ من الناس: حضرت عند سونجق خزندار ‌هولاكو وأبغا، وكان ممن تنصر من المغول، وذلك في دولة أبغا في أولها، وكنا في مخيمه، وعنده جماعة من أمراء المغول، وجماعة من كبار النصارى في يوم ثلج، فقال نصراني كبير لعين: أي شيء كان محمد؟ يعني رسول الله صلى الله عليه وسلم كان راعيا، وقام في ناس عرب جياع فبقي يعطيهم المال ويزهد فيه فيربطهم، وأخذ يبالغ في تنقص الرسول، وهناك ‌كلب صيد عزيز على سونجق في سلسلة ذهب فنهض الكلب، وقلع السلسلة ووثب على ذاك النصراني فخمشه وأدماه، فقاموا إليه فقاموا إليه، وكفوه عنه وسلسلوه، فقال بعض الحاضرين: هذا لكلامك في محمد صلى الله عليه وسلم فقال: أتظنون أن هذا من أجل كلامي في محمد؟ لا، ولكن هذا ‌كلب عزيز النفس رآني أشير بيدي فظن أني أريد ضربه فوثب، ثم أخذ أيضا يتنقص النبي صلى الله عليه وسلم ويزيد في ذلك فوثب إليه الكلب، ثانيا وقطع السلسلة وافترسه، والله العظيم، وأنا أنظر ثم عض على زردمته فاقتلعها فمات الملعون.وأسلم بسبب هذه الواقعة العظيمة من المغول نحو من أربعين ألفا واشتهرت الواقعة.

«معجم الشيوخ الكبير للذهبي» 2/ 56​

মুজামুশ শুয়ুখিল কাবির, ২/৫৬, মাক্তাবা শামেলা

অনুবাদ ও লেখা: সাফিন চৌধুরী
জয়েন টেলিগ্রাম: ideology of salaf

ট্যাগ:
নবীজির ﷺ অবমাননাকারীর শাস্তির কাহিনী
হুলাগু খানের সময়ের ইসলামিক ইতিহাস
আবাগা খানের শাসনামলের ইসলামিক কাহিনী
নবীজির সম্মানে কুকুরের অলৌকিক প্রতিশোধ: ইমাম যাহাবীর বর্ণনা
নবী মুহাম্মদের ﷺ অবমাননাকারীকে কুকুরে হত্যা
৪০,০০০ মঙ্গোল নেতাদের একত্রে ইসলাম গ্রহণের কারণ
ইমাম যাহাবীর বর্ণিত ঐতিহাসিক ঘটনা
৬৫০ হিজরির ঐতিহাসিক মুসলিম ঘটনা
 
Back
Top