"মূর্খ বিদ্বেষী এবং নির্বোধ হিংসুকরা (অন্যের) সম্মানে হস্তক্ষেপ করে। তাদের এই কদর্যতা তারা (দৃশ্যত) ভালো উদ্দেশ্যের আবরণে গোপন করে রাখে। ফিতনার বাতাস বইতে শুরু করলে এবং (সত্যের উপর দৃঢ়তার) কষ্টের সময় আসলে, তাদের এই গোপনীয়তা ফাঁস হয়ে যায় এবং তাদের সবকিছু স্পষ্ট হয়ে যায়। এর মাধ্যমেই তাদের আসল পরিচয় জানা যায়।
আল্লাহই এসবের বিচার করেন, তিনি তো উত্তম বিচারক।"
শায়খ সালেহ আল-উসয়মী হাফিযাহুল্লাহ।
২২/০৮/২০২২ ইং তারিখের টুইট।
আল্লাহই এসবের বিচার করেন, তিনি তো উত্তম বিচারক।"
শায়খ সালেহ আল-উসয়মী হাফিযাহুল্লাহ।
২২/০৮/২০২২ ইং তারিখের টুইট।