‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

প্রশ্নোত্তর ধূমপায়ীর ইমামতি করা জায়েয আছে কি?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,146
Comments
4,353
Solutions
1
Reactions
37,773
Credits
24,212
প্রশ্নঃ ধূমপায়ীর ইমামতি করা জায়েয আছে কি?


উত্তর: আলহামদুলিল্লাহ্‌।


ধূমপায়ীর পিছনে স্বলাত পড়া ঠিক নয়; যদি তার চেয়ে ভালো অন্য কাউকে পাওয়া যায়, যদি তার চেয়ে ভালো কাউকে না পাওয়া যায় অথবা আপনি এসে ধূমপায়ীর পিছনে স্বলাত পড়ে ফেলেছেন তবে আপনার স্বলাত সঠিক হবে ইন-শাআল্লাহ।


অধিকাংশ আলেম বলেছেন: ফাসেকের পিছনে স্বলাত পড়লে সহীহ হবে, যারা তার পিছনে স্বলাত পড়েছে তাদেরকে ঐ স্বলাত পুনরায় পড়তে হবে না, কারণ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ‘যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার পিছনে তোমরা স্বলাত পড়।’[61] আর আল্লাহই সবচেয়ে বেশি জানেন।[62]


আল্লাহ্‌ সবচেয়ে ভালো জানেন।


[61] হাদিসটি তাবরানী তাঁর মু‘জামুল কাবীরে বর্ণনা করেছেন, অনুরূপ আবু নুয়াইম তাঁর হিলিয়া গ্রন্থে। তবে তা দ্বয়ীফুল জামেতে রয়েছে, নং ৩৪৮৩।


[62] ফাতাওয়া ইবনে হুমাইদ পৃ : ১২।


সংকলন: আমের সালেহ আলাওয়ী নাজী
সূত্র: ইসলামহাউজ।
 

Share this page