প্রশ্নোত্তর ধূমপায়ীর আযান ও ইমামতির হুকুম

Joined
Jun 29, 2025
Threads
4,852
Comments
0
Reactions
2,656
প্রশ্ন : এ প্রশ্নটি করা হয়েছিল ফাতাওয়ার স্থায়ী কমিটিকে: মুসল্লিদের মধ্যে কোনো ধূমপায়ীর ক্বেরাত যদি ভাল হয় তাহলে সে স্বলাতে ইমামতি করতে পারে কি?


উত্তর: আলহামদুলিল্লাহ্‌।


ফাসেকরা ব্যতীত অন্য কেউ যদি ক্বেরাত এবং স্বলাতের আহকাম ভালো না জানে তবে সে অবস্থায় ফাসেকরা ইমামতি করতে পারবে। কিন্তু প্রশ্নে উল্লেখিত ব্যক্তি যদি নিয়োগপ্রাপ্ত ইমাম হয় তাহলে ধূমপান না ছাড়লে তাকে পরিবর্তন করা উচি ।


ফাতাওয়ার স্থায়ী কমিটি থেকে একটি ফাতাওয়া বের হয়েছে যার সিদ্ধান্ত এই: ‘যে ব্যক্তি জুম‘আ এবং জামা‘আতের ইমাম হবে অথচ সে ধূমপান করে বা দাড়ি মুণ্ডন করে অথবা বিভিন্ন ধরনের পাপ কাজ করে তাহলে তাকে নসিহত করা এবং তার অন্যায়ের প্রতি ঘৃণা প্রদর্শন করা ওয়াজিব। যদি সে নসিহত গ্রহণ না করে তবে তাকে অপসারণ করা ওয়াজিব যদি সম্ভব হয় এবং ফে না সৃষ্টি না হয়, অন্যথা তাকে ভয় দেখানো এবং তার প্রতি ঘৃণা প্রদর্শনের জন্য তাকে বাদ দিয়ে দ্বীনদার অন্য যে কারো পিছনে স্বলাত পড়া যাবে যদি এতে ফে নার ভয় না থাকে। আর যদি তাকে বাদ দিয়ে অন্য কারো পিছনে স্বলাত পড়া সম্ভব না হয় তাহলে জামা‘আত ঠিক রাখতে তার পিছনেই স্বলাত পড়া যাবে। তদ্রুপ যদি অন্যের পিছনে স্বলাত পড়লে ফে না বয়ে আনে তবে তা দূর করা এবং সামান্য ক্ষতি হলেও তার পিছনেই স্বলাত পড়তে হবে। যেমন আব্দুল্লাহ ইবন উমর এবং অন্যান্য সালাফগণ ঐক্যবদ্ধতা ঠিক রাখতে এবং ফে না ও মতভেদ থেকে বাঁচার জন্য হাজ্জাজ ইবন ইউসুফের পিছনে স্বলাত পড়েছেন অথচ সে বড় জালেম ছিল।


আর আল্লাহর কাছেই তাওফীক কামনা করছি। হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ (ﷺ) এর উপর ও তাঁর পরিবার পরিজন এবং সাহাবীগণের উপর স্বলাত ও সালাম পেশ করুন।[59]


এ ব্যাপারে শাইখ মুহাম্মদ ইবন সালেহ আল উসাইমীন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন: মোটকথা হচ্ছে দাড়ি মুণ্ডনকারী ও ধূমপায়ী এবং এদের মত অন্যান্যগণ যারা বিভিন্ন অপরাধ করেই চলেছে তাদের আযান সহীহ হবে যদি সঠিকভাবে দিতে পারে এবং অর্থের কোনো পরিবর্তন না হয়।[60]


আল্লাহ্‌ সবচেয়ে ভালো জানেন।


[59] ফাতাওয়া ইসলামিয়া ১/৩৯১-৩৯২।


[60] মাজমুয়া ফাতাওয়া ও প্রবন্ধ ১২/১৬৭।


সংকলন: আমের সালেহ আলাওয়ী নাজী
সূত্র: ইসলামহাউজ।
 
Similar threads Most view View more
Back
Top