তুমি একটু অপেক্ষা করে দেখে আসবে, সে দীনারগুলো কি করে

    Nobody is reading this thread right now.
  • Thread Author
একবার খলীফা ওমর (রাদিআল্লাহু আনহু) তাঁর পাশে বসা ছাহাবীদের বললেন, আচ্ছা আপনারা প্রত্যেকেই নিজ নিজ ইচ্ছা-আকাঙ্ক্ষার কথা একটু বলুন তো! প্রায় সকলেই বললেন, আমাদের একান্ত ইচ্ছা এই যে, আমরা যদি ধন-রত্নে ভরা একটি ঘর পেতাম, আর তার সবই আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে পারতাম। সবার শেষে ওমর (রাদিআল্লাহু আনহু) বললেন, আমার বাসনা এই যে, আমি যদি আবু উবায়দাহ, মুআজ ও হুযায়ফার এর মত মানুষ বেশী বেশী পেতাম, আর তাদের ওপর রাষ্ট্রীয় দায়িত্ব অর্পণ করতে পারতাম। একথা বলে তিনি দীনার ভর্তি একটি থলে একজন লোকের হাতে দিয়ে বলেন, এগুলি হুযায়ফার নিকট নিয়ে যাও, আর তাকে বল, খলীফা এগুলো আপনার প্রয়োজনে খরচের জন্য পাঠিয়েছেন। তাকে আরো বলে দেন, তুমি একটু অপেক্ষা করে দেখে আসবে, সে দীনারগুলো কি করে। লোকটি থলেটি নিয়ে হুযায়ফা (রাদিআল্লাহু আমহু)-এর নিকট গেল। আর হুযায়ফা (রাদিআল্লাহু আনহু) সাথে সাথে তা গরীব-মিসকীনের মধ্যে বন্টন করে দিলেন।

– আত-তারীখুছ ছগীর ১/৫৪; তারীখু ইবনু আসাকির ১/৯৯, ১০০; হায়াতুছ ছাহাবাহ ২/২৩৩
হুযায়ফা ইবনুল ইয়ামান (রাঃ) - ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম
 
Back
Top