পারিবারিক ফিকাহ তালাক দেওয়ার পর ইদ্দতের মধ্যেই ফিরিয়ে নেওয়া।

Joined
May 20, 2024
Threads
21
Comments
26
Reactions
253
মোঃ শামীম হুসেন পিতা মোঃ সাবু রাগ বসত তার স্ত্রী সায়েমা খাতুন পিতা মোবাশশির কে তুহুর অবস্থায় এক তালাক দেয়, তিন দিন পরে ভুল বুঝতে পেরে সে স্ত্রীকে ফিরিয়ে নিতে চায়, ইসলামী শরীয়তের দৃষ্টিতে এর হুকুম এবং পদ্ধতি কি হবে? জানিয়ে উপকৃত করবেন।
الحمدلله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد:
উক্ত প্রশ্ন দ্বারা বুঝা যায় যে মোঃ শামীম হুসেন রাগ বসত তার স্ত্রী সায়েমা খাতুনকে তুহুর অবস্থায় এক তালাক দিয়েছে, এবং তিন দিন পরে অর্থাৎ ইদ্দতের মধ্যেই সে তার স্ত্রীকে ফিরিয়ে নিতে চায়। এটা হচ্ছে তালাকে রাজঈ, মাসয়ালা হল তালাকে রাজঈতে স্বামী তার স্ত্রীকে ইদ্দতের মধ্যে যদি ফিরিয়ে নিতে চায় তাহলে ফিরিয়ে নিতে পারে, কোনো সমস্যা নেই। আল্লাহ রব্বুল আলামীন বলেন:
وَبُعولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فى ذٰلِكَ إِن أَرادوا إِصلٰحًا

অর্থ: যদি তারা আপোষ-নিষ্পত্তি করতে চায়, তবে এতে তাদের পুনঃ গ্রহণে তাদের স্বামীরা বেশি হকদার। (সূরা বাকারার আয়াত নং ২২৮)।
সারমর্ম: মোঃ শামীম হুসেন যেহেতু তার স্ত্রী সায়েমা খাতুনকে তালাকে রাজঈ দিয়েছে, আর ইদ্দতের মধ্যেই ফিরিয়ে নিতে চায়, কোনো সমাস্য নেই, সে নিজ স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে, তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ হয়নি। هذا ما عندي، والله أعلم بالصواب
وصلى الله على خير خلقه محمد وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين.
 
Similar threads Most view View more
Back
Top