বিবাহ ও দাম্পত্য এক মাসের মধ্যে পর্যায়ক্রমে তিন তালাক দিলে তা গণ্য হবে কি? এর পক্ষে উমার (রাযিয়াল্লাহু আনহু) কর্তৃক প্রদত্ত বিধান কি ধর্তব্য?

Joined
Jan 3, 2023
Threads
883
Comments
1,051
Reactions
9,448
উত্তর : এক সাথে বা এক পবিত্রতায় তিন তালাক দিলে তা এক তালাক হিসাবেই গণ্য হবে। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, আবূ রুকানা যখন তার স্ত্রীকে তিন তালাক দিয়েছিলেন তখন রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও। সে বলল, আমি তাকে তিন তালাক দিয়েছি। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আমি তা জানি, তুমি তাকে ফিরিয়ে নাও’ (আবূ দাঊদ, হা/২১৯৬)। অন্য বর্ণনায় এসেছে, আবূ রুকানা যখন তার স্ত্রীকে একসাথে তিন তালাক দেন, তখন সে চিন্তিত হয়ে পড়ে। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার স্ত্রীকে তার কাছে ফেরত দেন এবং বলেন, এটি এক তালাক হিসেবে গণ্য (মুসনাদে আহমাদ, হা/২৩৮৭)। উল্লেখ্য যে, উমার (রাযিয়াল্লাহু আনহু)-এর শাসনামলে মানুষের তাড়াহুড়ার কারণে তিনি একসাথে প্রদত্ত তিন তালাককে তিন তালাক হিসাবে গণ্য করেন (ছহীহ মুসলিম, হা/১৪৭২)। এটা ছিল তাঁর সাময়িকভাবে প্রশাসনিক ফরমান ও ইজতিহাদ। তবে তিনি এই ফতওয়া থেকে ফিরে এসেছিলেন (ইগাছাতুল লাহফান, ১/৩৩৬)। অতএব আমাদেরকে কুরআন ও সুন্নাহর দিকেই ফিরে যেতে হবে।

সূত্র: মাসিক আল ইতিছাম, আগস্ট ২০২১
 
Similar threads Most view View more
Back
Top