তাবেয়ী কাজী শুরাইহ (রাহিমাহুল্লাহ) দেখলেন এক ব্যক্তিকে অন্য একজনের কাছে কিছু চাইতে। প্রার্থনাকারীকে কাছে ডেকে নিয়ে বললেন-
'হে আমার ভ্রাতুষ্পুত্র! যে ব্যক্তি মানুষের কাছে কিছু চায় আসলে সে নিজেকেই হেয় প্রতিপন্ন করে।
যদি সে প্রার্থীর প্রয়োজন মিটিয়ে দেয় তবে তা অভাবী লোকটিকে করে দেয় অনুগত।
আর যদি ফিরিয়ে দেয় তবে দু'জনেই হয় লজ্জিত...
একজন কৃপণতার কারণে...
অন্যজন প্রত্যাখাত হওয়ার কারণে...
সুতরাং কিছু চাইতে হলে আল্লাহর কাছেই চাও।
সাহায্য প্রার্থী হলে আল্লাহর কাছেই হও।
মনে রেখো, পাপাচার থেকে বেঁচে থাকার ক্ষমতা এবং সৎকাজে প্রবৃত্ত হওয়ার শক্তি একমাত্র আল্লাহ দেন। সকল সাহায্য একমাত্র আল্লাহই করে থাকেন।'
[সুওয়ারুম মিন হায়াতিত্তাবিঈন, ড. আবদুর রহমান রাফাত পাশা]
'হে আমার ভ্রাতুষ্পুত্র! যে ব্যক্তি মানুষের কাছে কিছু চায় আসলে সে নিজেকেই হেয় প্রতিপন্ন করে।
যদি সে প্রার্থীর প্রয়োজন মিটিয়ে দেয় তবে তা অভাবী লোকটিকে করে দেয় অনুগত।
আর যদি ফিরিয়ে দেয় তবে দু'জনেই হয় লজ্জিত...
একজন কৃপণতার কারণে...
অন্যজন প্রত্যাখাত হওয়ার কারণে...
সুতরাং কিছু চাইতে হলে আল্লাহর কাছেই চাও।
সাহায্য প্রার্থী হলে আল্লাহর কাছেই হও।
মনে রেখো, পাপাচার থেকে বেঁচে থাকার ক্ষমতা এবং সৎকাজে প্রবৃত্ত হওয়ার শক্তি একমাত্র আল্লাহ দেন। সকল সাহায্য একমাত্র আল্লাহই করে থাকেন।'
[সুওয়ারুম মিন হায়াতিত্তাবিঈন, ড. আবদুর রহমান রাফাত পাশা]