প্রিয় ভাই, উত্তম উপার্জন করবে; নিজ হাতে যেটা উপার্জন করো, সেটাই হলো উত্তম উপার্জন। মানুষের ময়লা খাওয়া থেকে বিরত থাকবে; দান বা করুণার পয়সাই হলো মানুষের ময়লা। কেননা যে ব্যক্তি মানুষের ময়লা খায়, সে সত্য থেকে বিচ্যুত হয়। যারা তাকে দান করে, তাদের মর্জি মাফিক কথা বলে। মানুষের সামনে তাকে নত হতে হয় তাদের দান থেকে বঞ্চিত হওয়ার ভয়ে।
প্রিয় ভাই আমার, মানুষের দান-দক্ষিণা গ্রহণ করার অর্থ হলো, নিজের জিহ্বা কেটে ফেলা। একবার কারও দান গ্রহণ করার পর সে যদি তোমাকে কোনো অন্যায় কাজেও ডাকে, তবু তার অন্যায় ডাকে সাড়া দেওয়া ছাড়া তোমার কোনো উপায় থাকবে না।
প্রিয় ভাই, ক্ষুধার্ত থেকে অল্প ইবাদত করা, মানুষের ময়লা খেয়ে তৃপ্ত অবস্থায় বেশি ইবাদত করার চেয়ে অনেক উত্তম। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'কারও বোঝা হওয়ার চেয়ে কাঠ কেটে জীবিকা উপার্জন করা অনেক উত্তম ও সম্মানজনক।'
শোনো ভাই, আল্লাহকে ভয় করবে। মনে রাখবে, যে মানুষের দান গ্রহণ করে, সে অপমানিত হয়। দাতাদের কাছে তুচ্ছ হয়ে যায়। অথচ মুমিনরা সম্মানের পাত্র। পৃথিবীতে আল্লাহর বিশেষ প্রতিনিধি। হারাম উপার্জন আল্লাহর রাস্তায় ব্যয় করা থেকে বিরত থাকবে। কেননা আল্লাহ উত্তম ও পবিত্র। তিনি পবিত্র বস্তু ছাড়া অন্যকিছু গ্রহণ করেন না।
— হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৭
প্রিয় ভাই আমার, মানুষের দান-দক্ষিণা গ্রহণ করার অর্থ হলো, নিজের জিহ্বা কেটে ফেলা। একবার কারও দান গ্রহণ করার পর সে যদি তোমাকে কোনো অন্যায় কাজেও ডাকে, তবু তার অন্যায় ডাকে সাড়া দেওয়া ছাড়া তোমার কোনো উপায় থাকবে না।
প্রিয় ভাই, ক্ষুধার্ত থেকে অল্প ইবাদত করা, মানুষের ময়লা খেয়ে তৃপ্ত অবস্থায় বেশি ইবাদত করার চেয়ে অনেক উত্তম। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'কারও বোঝা হওয়ার চেয়ে কাঠ কেটে জীবিকা উপার্জন করা অনেক উত্তম ও সম্মানজনক।'
শোনো ভাই, আল্লাহকে ভয় করবে। মনে রাখবে, যে মানুষের দান গ্রহণ করে, সে অপমানিত হয়। দাতাদের কাছে তুচ্ছ হয়ে যায়। অথচ মুমিনরা সম্মানের পাত্র। পৃথিবীতে আল্লাহর বিশেষ প্রতিনিধি। হারাম উপার্জন আল্লাহর রাস্তায় ব্যয় করা থেকে বিরত থাকবে। কেননা আল্লাহ উত্তম ও পবিত্র। তিনি পবিত্র বস্তু ছাড়া অন্যকিছু গ্রহণ করেন না।
— হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৭
Last edited: