Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,141
- Comments
- 1,333
- Solutions
- 1
- Reactions
- 12,660
- Thread Author
- #1
সাঈদ ইবনে জুবায়ের (রা:) বলেন যে,
‘জাহান্নামীরা যখন ক্ষুধার কথা বলবে তখন তাদেরকে যাক্কুম খাওয়ানো হবে। ফলে তাদের মুখের চামড়া সম্পূর্ণ খসে পড়বে। এমনকি কোনো পরিচিত ব্যক্তি সেই মুখের চামড়া দেখেই তাদেরকে চিনে ফেলতে পারবে। তারপর পিপাসায় ছটফট করে যখন পানি চাইবে তখন গলিত তামার মতো গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। ওটা চেহারার সামনে আসামাত্রই চেহারার গোশত ঝলসিয়ে যাবে এবং সমস্ত গোশত খসে পড়বে। আর পেটে গিয়ে ওটা নাড়িভূড়ি বিচ্ছিন্ন করে ফেলবে এবং উপর থেকে লোহার হাতুড়ী দ্বারা প্রহার করা হবে। ফলে দেহের এক একটি অংশ পৃথক পৃথক হয়ে যাবে। তখন তারা মৃত্যু কামনা করতে থাকবে।’
‘জাহান্নামীরা যখন ক্ষুধার কথা বলবে তখন তাদেরকে যাক্কুম খাওয়ানো হবে। ফলে তাদের মুখের চামড়া সম্পূর্ণ খসে পড়বে। এমনকি কোনো পরিচিত ব্যক্তি সেই মুখের চামড়া দেখেই তাদেরকে চিনে ফেলতে পারবে। তারপর পিপাসায় ছটফট করে যখন পানি চাইবে তখন গলিত তামার মতো গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। ওটা চেহারার সামনে আসামাত্রই চেহারার গোশত ঝলসিয়ে যাবে এবং সমস্ত গোশত খসে পড়বে। আর পেটে গিয়ে ওটা নাড়িভূড়ি বিচ্ছিন্ন করে ফেলবে এবং উপর থেকে লোহার হাতুড়ী দ্বারা প্রহার করা হবে। ফলে দেহের এক একটি অংশ পৃথক পৃথক হয়ে যাবে। তখন তারা মৃত্যু কামনা করতে থাকবে।’
[ইবনে কাসীর-১৬/১৯৮]